Search
Close this search box.

শাড়ির সাথে মানানসই ৫টি হেয়ার স্টাইল

শাড়ি পরতে ইচ্ছে করে খুব?

কিন্তু মানানসই হেয়ার স্টাইল নিয়ে চিন্তা?

আরে নো টেনশান।

এই পাঁচটি হেয়ার স্টাইল দেখে নিন যা খুব সহজে নিজে নিজেই করে নিতে পারবেন ঘরে।

চুল খোলা ঢেউয়ের মত

যাদের চুল এমনিতেই কোঁকড়ানো তাদের তো এটি করার কোন কষ্ট নেই।

কিন্তু যাদের নয় তারা দুভাবে এটি করতে পারেন।

এক হেয়ার কার্লার ব্যবহার করে চুল কার্লি করে নিন।

যদি ঘরে কার্লার না থাকে তাহলে সহজ একটি উপায় হল চুলে একদম সরু করে করে যত গুলো সম্ভব বিনুনি বানিয়ে নিন।

এটা চুল শ্যাম্পু করে হালকা শুকিয়ে গেলে করবেন।

৩ ঘণ্টা মত রেখে জাস্ট খুলে নিন। রেডি আপনার কার্লি হেয়ার।

সিম্পল খোপা

আলগা করো গো খোঁপার বাঁধন, দিল ওহি মেরা ফঁস্ গয়ি!

সিম্পল খোপা বেঁধে নিয়ে সামনে এক সাইডের থেকে লক্স বের করে নিন।

ব্যাস হয়ে গেলে রেডি।

পাফ করা খোলা চুল

খোলা চুলে সামনের দিকে জাস্ট পাফ করে এরকম ভাবে চুল সেট করে নিন।

এলোমেলো চুল বাঁধা

মাঝখান থেকে সিঁথি কেটে নিয়ে নরমাল পনিটেল বেঁধে নিন।

কোঁকড়ানো চুলে খোপা

চুল যাদের কোঁকড়ানো তাদের শুধু খোপা করে সামনে থেকে লক্স বের করে নিতে হবে।

আর যাদের চুল কোঁকড়ানো না, তারা উপরে শুরুতে যেভাবে কার্লি করে নিতে বলেছিলাম সে ভাবে কার্লি করে খোপা করে নিন।