Search
Close this search box.

প্রাকৃতিকভাবে চোখের পাপড়ি ঘন ও লম্বা করুন

চোখ আমাদের চেহারার অন্যতম সৌন্দর্য। আর চোখের পাপড়ি ঘন ও লম্বা থাকলে দেখতে খুব মায়াবী লাগে। 

কিন্তু সবার পাপড়ি সবার মন মতো হয় না।

যাদের খুব ঘন ও লম্বা পাপড়ি হয়, তারা এক কথায় বলতে গেলে ব্লেসড। 

তাদের ফেইক ল্যাশ প্রয়োজন হয় না।

কিংবা ঘন ঘন মাশকারাও প্রয়োজন হয় না। 

আপনি যদি এখন আফসোস করতে থাকেন যে আপনারও চোখের পাপড়ি যদি এমন বড় আর ঘন হতো।

তবে বলে দিচ্ছি সেটা সম্ভব। 

হাতের কাছেই পাওয়া যায় কিছু প্রাকৃতিক উপাদান।

যা দিয়ে আমরা তৈরি করতে ফেলতে পারি চোখের পাপড়ি ঘন হওয়ার প্যাক।

যা অ্যাপ্লাই করে আপনিও পেয়ে যেতে পারেন খুব ঘন ও সুন্দর পাপড়ি। 

চোখের পাপড়ি দুর্বল হয়ে ঝড়ে পরে কেনো?

চোখের ছোট ও পাতলা পাপড়ি পরে যায় পুষ্টির অভাবে।

আপনার যদি বংশগত ভাবে কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনার উপর প্রভাব ফেলবে। 

তাছাড়াও নানা ধরণের সমস্যা থাকতে পারে। 

  • হরমোনাল সমস্যা
  • শুষ্কতা বা ড্রাইনেস
  • স্ট্রেস
  • পাপড়ির এইজড হয়ে যাওয়া

অনেকেই বেখেয়ালি হয়ে চোখের পাতাসহ চোখ ঘষাঘষি করে থাকেন।

এটাই চোখের পাপড়ি পরে যাওয়ার কারণ হতে পারে। 

তাই একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। 

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার ঘরোয়া উপায়

কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আপনি খুব সহজেই চোখের পাপড়ি ঘন ও লম্বা করে তুলতে পারবেন। 

১) ক্যাস্টর অয়েল 

মোটামোটি সবাই ক্যাস্টর অয়েলের সম্পর্কে জানেন।

এটা খুবই উপকারী একটি তেল যা চুলের গ্রোথ ত্বরান্বিত করে। 

খুশকি দূর করা থেকে শুরু করে চুল সাদা হওয়া রোধ করতে ক্যাস্টর অয়েলের তুলনা হয় না।

তেমনি এটা চোখের পাপড়ি ঘন আর লম্বা করতে সাহায্য করে। 

প্রয়োজনীয় উপকরণ 

  • নারকেল তেল 
  • ক্যাস্টর অয়েল 
  • কটন প্যাড 

যেভাবে ব্যবহার করবেন 

  • একটি বাটিতে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নিন।
  • এর মধ্যে তার অর্ধেক পরিমাণ ক্যাস্টর অয়েল অ্যাড করে নিন। 
  • দুইটি উপাদান ভালোভাবে মিক্স করে নিন। 
  • একটি কটন প্যাডের সাহায্যে চোখের পাপড়িতে অ্যাপ্লাই করে নিন। 
  • সারারাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে ফেলুন। 

এইভাবে প্রতিদিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। 

২) অলিভ অয়েল 

অলিভ অয়েল খুবই পুরোনো একটি সলিউশন চোখের পাপড়ি ঘন করতে। অলিভ অয়েলে রয়েছে ফ্যাটি অ্যাসিড।

এই উপাদান চোখের পাপড়ি ন্যারিশ করে ও পাপড়ির গ্রোথ ত্বরান্বিত করে।

অলিভ অয়েল আমাদের ল্যাশ হাইড্রেট রাখতে সাহায্য করে।

আর আমাদের পাপড়ির ফলিকগুলো মজবুত করে গোড়া শক্ত রাখে।

তাই অলিভ অয়েল খুব গুরুত্বপূর্ণ। 

প্রয়োজনীয় উপকরণ 

  • অলিভ অয়েল
  • মাশকারা ব্রাশ

যেভাবে ব্যবহার করবেন 

  • এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিন। এটা আপনার চোখের পাপড়ির জন্য ভালো হবে। 
  • একটি মাশকারা ব্রাশ অলিভ অয়েলে ডুবিয়ে নিন। এটা আপনার চোখের পাপড়িতে অ্যাপ্লাই করে নিন। 
  • মাশকারা অ্যাপ্লাই করার মত করেই লাগিয়ে নিন। 
  • সারা রাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে ফেলুন। 

৩) পেট্রোলিয়াম জেলি 

পেট্রোলিয়াম জেলি আমাদের চোখের পাপড়ির জন্য খুবই ম্যাজিকের মত কাজ করে।

পেট্রোলিয়াম জেলি আমাদের পাপড়ি ময়েশ্চারাইজড করে ভেঙে পড়া রোধ করে। 

এটা চোখের পাতার উপরে অ্যাপ্লাই করাও খুব ভালো।

তাতে আমাদের চোখের পাতা হাইড্রেট রাখতে সাহায্য করে। 

আমাদের চোখের পাতা ও পাপড়ির জন্য পেট্রোলিয়াম জেলি খুবই স্বাস্থ্যকর।  

প্রয়োজনীয় উপকরণ 

  • পেট্রোলিয়াম জেলি 

যেভাবে ব্যবহার করবেন 

  • আপনার হাতের আঙুলে অল্প করে নিন। 
  • দুই আঙুল ভালোভাবে ঘষে কিছুটা তাপ উৎপন্ন করুন।
    হালকা গরম হলে এটা আপনার চোখের পাপড়িতে অ্যাপ্লাই করে নিন। 
  • উপরে ও নিচে একইভাবে ম্যাসাজ করে নিন। 
  • সারারাত রেখে দিন। সকালে টিস্যু পেপার দিয়ে আলতো করে তুলে ফেলুন। 

৪) নারকেল তেল 

নারকেল তেল ঘন ও লম্বা করতে খুবই কার্যকরী একটি ঘরোয়া উপাদান।

আমাদের চুলের জন্য নারকেল তেল যেমন ভালো তেমনি আমাদের চোখের পাপড়ির জন্য খুবই উপকারী। 

চুলের প্রয়োজনীয় প্রোটিন রয়েছে নারকেল তেলে।

এটি আমাদের চোখের পাপড়ি দুর্বল হওয়া রোধ করে।

পাপড়ির ফলিকলগুলো শক্ত ও মজবুত করে তোলে। 

প্রয়োজনীয় উপকরণ 

  • নারকেল তেল 
  • ভিটামিন-ই ক্যাপ

যেভাবে ব্যবহার করবেন 

  • একটি পরিষ্কার বাটি নিন। এর মধ্যে এক টেবিলচামচ নারকেল তেল নিয়ে নিন।
  • এর মধ্যে দুইটি ভিটামিন-ই ক্যাপ অ্যাড করুন। 
  • দুইটি উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিন। 
  • এটা তুলোর প্যাড বা মাশকারার ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে অ্যাপ্লাই করুন। 
  • ওভারনাইট রেখে সকালে ধুয়ে ফেলুন। 

৫) শিয়া বাটার

সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান যা হাইড্রেট রাখতে সাহায্য করে সেটাই হলো শিয়া বাটার।

শিয়া বাটারের গুণাবলি অনেক। শিয়া বাটারে রয়েছে ভিটামিন-সি।

এটা পাপড়ির পড়ে যাওয়া রোধ করে। তাছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টি -অক্সিডেন্ট।

অ্যান্টি-অক্সিডেন্ট আমাদের চোখের পাতা ও পাপড়ি ড্যামেজের হাত থেকে রক্ষা করে।  

এই সব গুলো উপাদান পাপড়িগুলোকে করে তোলে মজবুত আর ঘন। 

প্রয়োজনীয় উপকরণ 

  • শিয়া বাটার 

যেভাবে ব্যবহার করবেন 

  • আঙুলের ডগায় সামান্য শিয়া বাটার নিয়ে নিন।
  • এটা চোখের পাপড়িতে লাগান। 
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন এবং সকালে উঠে ধুয়ে ফেলবেন।

এই প্রাকৃতিক উপায়ের যেকোনো একটি উপায় ফলো করে পেয়ে যেতে পারেন সুন্দর, ঘন ও লম্বা পাপড়ি। 

তখন আর অন্য কাওকে দেখে আফসোস করতে হবে না।