মুখের কালো দাগ বা ব্ল্যাকহেডগুলো দূর করবেন কীভাবে, অথবা হয়তো তৈলাক্ত ত্বকের জন্য খুঁজছেন কোনও সহজ সমাধান?
হ্যাঁ, আপনার জন্য উপযুক্ত হতে পারে অ্যাকটিভেটেড চারকোল, সাদা বাংলায় যাকে বলি আমরা কাঠ-কয়লা।
জানি, এবার নাম শুনে বলবেন বাজারে এত প্রোডাক্ট থাকতে হঠাৎ কাঠ-কয়লা কেন? আসুন, জেনে নিই।
কেন ব্যবহার করবেন?
অ্যাকটিভেটেড চারকোল চিকিৎসা ক্ষেত্রে খুব পরিচিত নাম। গভীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক, টক্সিনকে নির্মূল করতে এর জুড়ি মেলা ভার।
চিকিৎসার ক্ষেত্রেও একে ভেতর থেকে ক্ষতিকর রাসায়নিক ও ব্যাকটেরিয়া বের করার কাজে ব্যবহার করা হয়ে থাকে।
একইভাবে আপনার ত্বকের অতিরিক্ত তেলকে নির্মূল করে ভারসাম্য বজায় রাখতেও এটি ব্যবহার করতে পারেন।
মুখের চামড়ার গভীরে জমে থাকা নোংরা ও কালো ছোপকেও খুব সহজেই তুলে ফেলতে একবার ব্যবহার করেই দেখুন না।
আপনার ত্বকের গভীরে থাকে যে ক্ষতিকর টক্সিন, তাকেও বের করে দিতে সক্ষম অ্যাক্টিভেটেড চারকোল।
এই টক্সিনের কারণেই আপনি ব্রণ, ত্বকের ডি-হাইড্রেশন বা রোদে পুড়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন।
ফলে এই টক্সিনের নির্মুল হয়ে যাওয়ার মধ্যে দিয়ে এই সমস্যাগুলি থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন নিঃসন্দেহে।
কীভাবে ব্যবহার করবেন?
উপকরণ
অ্যাকটিভেটেড চারকোল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো।
পদ্ধতি
অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করার জন্য আপনাকে এটিকে পানির সাথে মিশিয়ে একটি পেস্ট প্রস্তুত তৈরি করতে হবে।
কিন্তু যাতে আপনি এটি নির্দিষ্ট জায়গায় মাখিয়ে দিতে পারেন, তার জন্য অতিরিক্ত ঘন করবেন না।
তাই সেই বুঝে পানির সাথে অ্যাকটিভেটেড চারকোলের পেস্টটি প্রস্তুত করে এটিকে নির্দিষ্ট জায়গায় লাগান।
লাগানোর পরে সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটিকে রেখে দিন। এটি আপনার ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ একটি উপাদান।
কিন্তু তা সত্ত্বেও যদি আপনার মনে কোনো রকম এর পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে সন্দেহ থাকে, তাহলে ত্বকের সামান্য অংশে এটি প্রথম বারের জন্য ব্যবহার করে স্পট টেস্ট করুন।
যদি বোঝেন এটি আপনার জন্য খুব উপযোগী একটি উপাদান, ব্যাস, তাহলে কিচ্ছু না ভেবে সপ্তাহে অন্তত একবার অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করুন।
তারপর পার্থক্যটা নিজে চোখেই দেখুন।
পার্শ্বপ্রতিক্রিয়া
সব কিছুরই ভালো, খারাপ দুটিই থাকে, তাই না? হ্যাঁ, এ ক্ষেত্রেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা আছে বটে, কিন্তু সেটা খুব সাধারণ ভাবে সবার জন্য নয়।
যাদের ত্বক একটু বেশি সংবেদনশীল, তাদের ত্বকে অ্যাকটিভেটেড চারকোলের পেস্টটি মুছে দেওয়ার পর অনেক ক্ষেত্রে লালচে স্পট দেখা যায়, যেটা অনেক সময়ে যন্ত্রণাদায়ক।
তাই এটি নির্ভর করছে আপনার ত্বকের ধরণের ওপর। তাই পুরোদমে ব্যবহার শুরুর আগে ত্বকের সামান্য অংশের ওপর স্পট টেস্ট করে নেওয়াটা জরুরি।
বুঝতেই পারছেন আপনার ত্বকের যত্নের ক্ষেত্রে একটি জরুরি উপাদান হিসেবে অ্যাকটিভেটেড চারকোল যুক্ত হতেই পারে।