Search
Close this search box.

মুলতানি মাটির গুনাগুন ও ব্যবহার

মুলতানি মাটি এক ধরনের কাদামাটি।

ত্বক উজ্জ্বল করতে, ব্রণ, দাগ ইত্যাদি কমাতে এই মাটির ফেসপ্যাক ব্যবহৃত হয়।

মুলতানি মাটি একটি প্রাচীন উপাদান, যার উল্লেখ রয়েছে আয়ুর্বেদেও।

রূপচর্চা এবং ত্বকের চিকিৎসার জন্য এটি বহু দিন ধরেই ব্যবহৃত হয়।

নিয়মিত ব্যবহার করলেও অনেকেই জানেন না এই মুলতানি মাটি কী।

এটি এক ধরনের কাদামাটি। এটি জলের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হয়।

ত্বক উজ্জ্বল করতে, ব্রণ, দাগ ইত্যাদি কমাতে এই মাটির ফেসপ্যাক ব্যবহৃত হয়।

মুলতানি মাটির গুনাগুন

মুলতানি মাটির বিশেষ গুনাগুন হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে।

এই মাটির ব্যবহার ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে।

ত্বকের যত্নের পাশাপাশি এটি চুলের যত্নেও সমানভাবে কার্যকরী।

মুলতানি মাটির ব্যবহার –

ত্বকে মুলতানি মাটির সঙ্গে লেবুর রস লাগাতে পারেন।

ডিমের সাদা অংশ দিয়ে মুলতানি মাটির অংশ তৈরি করে একটি ফেসপ্যাক তৈরি করুন।

এই ফেসপ্যাকটি আপনার ত্বকের কালো দাগের সমস্যা দূর করবে।

বাদাম এবং দুধ দিয়ে বাদামের প্যাক তৈরি করুন। এই ফেসপ্যাকটি আপনার ত্বকের কোমলতা রক্ষা করবে।

ত্বক ঠান্ডা রাখতে মুলতানি মাটি ও পুদিনার প্যাক ব্যবহার করতে পারেন। এজন্য মুলতানি মাটি দিয়ে ত্বকে পুদিনা পাতার পেস্ট লাগান।

মুলতানি মাটির সাথে টমেটোর পেস্ট ও দই মিশিয়ে ত্বকের কলকাঠিন্যের সমস্যা দূর করে। এই কম্বিনেশনটি আপনার গায়ের রংও উজ্জ্বল করবে।

চন্দন এবং মুলতানি মাটির ফেসপ্যাক আপনার ত্বকের জ্বালাপোড়া সমস্যা দূর করতে সহায়ক।

অতিরিক্ত নকল তৈলাক্ত ভাব ত্বকে ব্যবহার করুন মুলতানি মাটি ও গোলাপ জলের প্যাক।