চোখ এমন একটা অঙ্গ, যাকে সাজাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল।
কারণ সুন্দর একজোড়া চোখের চাহনিতেই একজন নারীর সৌন্দর্যটুকু ফুটে ওঠে।
তবে কেউ কেউ ছোট চোখের কারণে আই মেকআপ নিয়ে একটু সমস্যায় পরে যান।
কারণ টানা টানা বড় চোখের অধিকারী যারা, তারা তো আগে থেকেই আশির্বাদপুষ্ট।
তবে যাদের চোখ একটু ছোট, সাজলে চোখের কারণে খুব একটা ভালো লাগে না।
তবে তারাও কিন্তু পারবেন চোখটাকে বড় দেখাতে।
চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিই, কীভাবে আই মেকাপ করলে ছোট চোখ দেখতে বড় মনে হবে।
ভ্রু’র আঁকার ঠিক করা
মেইকআপে যতই দক্ষ হন না কেনো, ভ্রু সুন্দর করে আঁকা না হলে কোনো মেইকআপ দিয়েই চোখ বড় দেখানো সম্ভব না।
সুন্দর আকারের ভ্রু তাৎক্ষণিকভাবেই চোখ বড় দেখাতে সাহায্য করে।
তাই রাতের অনুষ্ঠানে যাওয়ার আগে সুন্দর করে ভ্রু আঁচড়ে নিন।
আর ভ্রু হালকা হলে আই ভ্রু পেন্সিল দিয়ে গাঢ়ভাবে ভরাট করে নিন।
ভ্রু সেট রাখতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।
সবশেষে, কন্সিলার দিয়ে ভ্রুয়ের আঁকার ঠিক করে নিন।
হাইলাইটার ব্যবহার
চোখ ছোট হলে হাইলাইটার ব্যবহার করে চোখ বড় দেখানো যায়। চোখের নিচে সামান্য হাইলাইটার ব্যবহার করুন।
আগে কন্সিলার ব্যবহার করে তার উপরে হাইলাইটার লাগান। এতে চোখ বড় ও উজ্জ্বল লাগবে।
প্রয়োজন বুঝে আইলাইনার
চোখ ছোট হলে এবং সম্পূর্ণ চোখে আইলাইনার লাগাতে চাইলে, নিচের পাতায় পরিমিত আইলাইনার লাগাতে হবে। চোখের নিচের পাতার ‘ওয়াটার লাইনে’ না লাগিয়ে তার নিচের অংশে লাগাতে হবে।
এতে চোখ বড় লাগে আর ‘ওয়াটার লাইন’ বা ‘রিম’য়ে লাগালে চোখ অপেক্ষাকৃত ছোট দেখায়।
চোখের পাপড়ি বাঁকানো
চোখ বড় দেখানোর সবচেয়ে পরিচিত উপায় হল চোখের পাপড়ি বাঁকানো।
এজন্য ‘আই ল্যাস কার্লার’ ব্যবহার করতে পারেন এবং মোটা করে মাশকারা পরতে পারেন।