একজোড়া টানা টানা মায়াবী চোখ নজর কাড়ে সবারই।
একেক জনের চোখের শেইপ একেক রকম।
ছোটো চোখ বড় দেখানোর জন্যে অনেকেই আই মেক আপ ব্যবহার করে থাকেন।
চোখ কারো বড় হয়, আবার কারো ছোট।
কিন্তু কেউ যদি বড় চোখ পছন্দ করেন তবে কিছু কৌশল মেনে চললেই পেয়ে যাবেন পছন্দের চোখ।
এজন্য জানা দরকার কিছু আই মেকআপ ট্রিকস।
১) কনসিলার ইউজ করুন
চোখের নিচে ডার্ক সার্কেল ও পাফিনেস থাকলে খুব স্বাভাবিকভাবেই চোখ ছোট দেখায়।
তাই মেকআপের আগে আই এরিয়াতে কনসিলার ইউজ করতে ভুলবেন না।
কনসিলারের শেইড হতে হবে ফাউন্ডেশনের শেইডের থেকে এক শেইড হালকা।
আইলিডেও কনসিলার দিয়ে ভালোভাবে ব্লেন্ড নিন, এতে আই মেকআপ লুক সুন্দরভাবে ফুটে উঠবে এবং চোখ বড় দেখাবে।
কনসিলার অ্যাপ্লাইয়ের আগে অনেকে অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করেন।
এতে বেশ ভালোভাবেই আন্ডার আই ডার্ক সার্কেল হাইড হয়
২) ন্যাচারাল শেইডের আইশ্যাডো চুজ করুন
ছোট চোখ বড় দেখানোর জন্য আপনাকে বেছে নিতে হবে নিউট্রাল ও ন্যাচারাল শেইডের আইশ্যাডো।
হালকা রঙে রিফ্লেকশন বেশি হয়, তাই চোখ তুলনামূলক বড় দেখায়।
যেকোনো ব্রাউন ন্যুড আইশ্যাডো দিয়ে ক্রিজ এরিয়া ডিফাইন করে নিতে হবে প্রথমে।
এতে ক্রিজ লাইনে শেডিং তৈরি হবে যা আপনার আই শেইপ বড় দেখাতে হেল্প করবে। খুব বেশি কালারফুল আই মেকআপ এড়িয়ে চলবেন।
কারণ ডার্ক আইশ্যাডো বেশি পরিমাণে ইউজ করলে চোখ আরও ছোট দেখাবে
৩) চোখের কোণায় সরু ও বাইরের দিকে মোটা করে লাইনার আঁকুন
চোখের কোণায় সরু থেকে শুরু করে চোখের বাইরে মোটা করে লাইনার আঁকেন, তাহলে আপনার চোখ খুবই বড় দেখাবে।
এই ধরনের লুক লিকুইড লাইনারে খুব সহজেই তৈরি করা যায়, তবে আপনি চাইলে জেল বা পেন্সিল লাইনার দিয়েও সহজে তৈরি করতে পারেন।
সবের শেষে অবশ্যই মাসকারা লাগাতে ভুলবেন না।