Search
Close this search box.

ব্রা পরার ১০টি উপকারি টিপস

সারাদিন ব্রা পরে থাকার সমস্যা যে কতখানি তা কেবল শুধু একটা মেয়ের পক্ষেই বলা সম্ভব। ব্রা পরে থাকার কারণে ব়্যাশ-ইচিং-এর সমস্যা খুবই কমন।  

এই লেখায় আপনাদের এমন কয়েকটি টিপসের কথা বলবো তাতে ব্রা পরা আর বাড়াবাড়ি বলে মনে হবে না। বরং ব্রা নিয়ে যতো সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। 

১. ক্রিসক্রস করুন ব্রা-এর স্ট্র্যাপ

  • অনেকসময়ে হল্টার ব্রা পরলে, ব্রা-এর স্ট্র্যাপ ঘাড়ের কাছে থাকায় আনইজি ফিল হয়। শক্ত করে ঘাড়ের কাছে চেপে বসার কারণে লাল হয়ে গিয়ে ইচিং-এর সমস্যাও দেখা দিতে পারে।
  • এই অবস্থায় কী করবেন? হল্টার ব্রা-এর ঘাড়ের কাছের স্ট্যাপটি খুলুন। এবার ডানদিকের ওপরের স্ট্যাপের সঙ্গে বাঁ দিকের নীচের স্ট্র্যাপটি এবং বাঁদিকের ওপরের স্ট্র্যাপটির সঙ্গে ডানদিকের নাচের স্ট্র্যাপটি ক্রিসক্রস করে লাগান।
  • তাহলে আর ঘাড়ে ব্যথা লাগবে না। লাল হওয়া বা ইচিং’এর হাত থেকেও বাঁচবেন।

২. ব্রা-এর কাপস

  • প্যাড দেওয়া ব্রা-এর কাপস অনেক সময় পোশাকের বাইরে থেকেও ভালো মতো বোঝা যায় যা দেখতে মোটেও ভালো লাগে না।
  • এর জন্য ব্রা-এর কাপস-এর ধার বরাবর অংশটির ওপর দিয়ে একটা সেলাই চালিয়ে নিন।
  • তাহলে দেখবেন ব্রা-এর কাপ আর বাইরে থেকে বোঝা যাচ্ছে না।

৩. ব্রা খুলে যাওয়ার সমস্যা

  • অনেকসময় অফ শোল্ডার ড্রেস পরার সময় ব্রা পরা একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ব্রা নীচ দিয়ে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন হলে কী করবেন?
  • ব্রায়ের একধম নীচের অংশের ধার বরাবর গ্লু-গান-এর সাহায্যে লাগিয়ে নিন সুপার গ্লু।
  • আঠা শুকিয়ে যাওয়ার পর ব্রা পরলে তা আর খুলে পরার সম্ভাবনা থাকবে না।

৪. ব্রা-এর উঁকিঝুঁকি বন্ধ

  • ক্রপ টপ বা গেঞ্জি পরলে ব্রা জামার পাশ দিয়ে বেরিয়ে যায়, যা বারবার ঠিক করতে হয়।
  • সেক্ষেত্রে একটি ছোট্ট ইলাস্টিকের দুইদিকে লাগিয়ে নিন টিপ-বোতাম। এবার তা ক্রপ টপের কাঁধের কাছে সেলাই কর আটকে নিন।
  • এবার ব্রা পরার সময় ব্রা-এর স্ট্র্যাপটি ওই ইলাস্টিকের মধ্যে ভরে টিপ বোতাম আটকে দিন।
  • এতে আপনার ব্রা-এর স্ট্র্যাপ একদম সঠিক জায়গায় থাকবে, একটুও নড়বে না।

৫. ব্যাকলেস ড্রেসের ব্রা

  • ব্যাকলেস ড্রেস পরতে চান? কিন্তু পিঠ খোলা জামার সঙ্গে যদি ব্রা-এর স্ট্র্যাপ বেরিয়ে পড়ে, তাহলে তা খুবই বেমানান লাগে।
  • এর জন্য ব্রা-এর কাপের অংশটুকু রেখে মাপ করে কেটে নিন স্ট্র্যাপটি।
  • এবার সুপার গ্লু-এর সাহায্যে ব্রা-এর কাপটি আটকে নিন আপনার ব্যাকলেস ড্রেস-এর সামনের অংশে। এবার জামা পরলেও পিঠ থাকে উন্মুক্ত।

৬. ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ

  • পার্টির জন্য অফ ওয়ান শোল্ডার টপ খুবই ট্রেন্ডি। তবে এইধরণের টপে কাঁধের একটি অংশ যেহেতু খোলা থাকে, সেহেতু ব্রা-এর স্ট্র্যাপটি দেখা যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।
  • সেক্ষেত্রে কাঁধের যে অংশটি খোলা থাকবে সেইদিকের স্ট্র্যাপটি খুলে ফেলুন।
  • এবার একটি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ নিয়ে তাতে মনের মতো ডিজাইন করে পুঁতি লাগিয়ে নিন।
  • এবার কাঁধের খোলা অংশের দিকে ওই ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটি লাগিয়ে নিন।

৭. স্ট্র্যাপ যেন নজরে না পড়ে

  • কোনও কোনও টপে কাঁধ দুটি উন্মুক্ত থাকে। সেক্ষেত্রে ব্রা-এর স্ট্র্যাপ নজরে পড়ে। এক্ষেত্রে কী করবেন?
  • ব্রা-এর দুটি স্ট্র্যাপের মধ্যে একটি খুলে ফেলুন। অন্য স্ট্র্যাপটি ঘাড়ের পিছন দিয়ে এনে সামনের লুপে লাগিয়ে নিন। প্রবলেম সলভড!

৮. পুরনো প্যান্ট দিয়ে স্পোর্টস ব্রা

  • পুরনো ট্র্যাক প্যান্ট ফুটো হয়ে গিয়েছে? ফেলে না দিয়ে তার থেকেই বানিয়ে নিতে পারেন স্পোর্টস ব্রা। কীভাবে?
  • প্রথমে ট্র্যাক প্যান্টটিকে উরুর অংশ বরাবর কেটে নিন।
  • তারপর আপনার গলার মাপে অংশটি গোল করে কেটে নিলেই তৈরি আপনার স্পোর্টস ব্রা।

৯. ব্রা ভিজিবল হবে না

  • ট্যাঙ্ক টপ পরেছেন? আর দু’পাশ দিয়ে ব্রা বেরিয়ে পড়েছে? চিন্তা নেই।
  • ব্রা-এর স্ট্র্যাপ দুটির সামনের অংশ খুলে ক্রিসক্রসভাবে অর্থাৎ বাম স্ট্র্যাপটি ডানদিকে আর ডান স্ট্র্যাপটি বামদিকে লাগিয়ে নিন।
  • তাহলে আর বাইরে থেকে ব্রা ভিজিবল হবে না।

১০. কম্ফরট ই শেষ কথা

  • কাঁধের কাছে ব্রা কি খুব আনইজি ফিল হচ্ছে? বা অতিরিক্ত শক্ত হওয়ার কারণে কাঁধে ব্যথা লাগছে?
  • তাহলে একটি নরম টিস্যু বা স্যানিটারি ন্যাপকিনের অংশ কেটে কাঁধের কাছে ব্রা-এর স্ট্র্যাপে লাগিয়ে নিন। আর ব্যথা করবে না।

ভালো কোয়ালিটির ব্রা ব্যবহার করুন। সস্তা ব্রা ব্যবহার করে শরীরের ক্ষতি ডেকে আনবেন না।