সামনে বিয়ে? তাহলে তো একটু চিন্তায় আছেন বৈকি!
কিভাবে ত্বকের যত্ন নেবেন এ কয়দিন, কী করলে আপনাকে অপরূপা লাগবে বিয়েতে, কত শত চিন্তা তাই না?
আপনার চিন্তা এবার ঝেড়ে ফেলে দিন। বিয়ের দুই মাস আগে থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করুন। কীভাবে নেবেন? তা জেনে নিন
ডিটক্স পান করুন তৈলাক্ত ত্বকের জন্য
আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে বিয়ের মাসখানেক আগে থেকে ডিটক্স পান করা শুরু করুন।
যে কোনো ধরণের ডিটক্স আপনার ত্বকের তেল চিটচিটে ভাব দূর করে ত্বককে করে তুলবে ভেতর থেকে উজ্জ্বল করে।
সেই সাথে আপনার শরীরের অতিরিক্ত মেদও কমাতে সাহায্য করবে।
নিয়মিত স্ক্রাব করুন
তৈলাক্ত ত্বকের জন্য কার্যকরী একটি সমাধান নিয়মিত স্ক্রাবিং।
আপনি সপ্তাহে দুইবার স্ক্রাব করলে আপনার তৈলাক্ত ত্বক দূর হবে, ব্রণ কমবে এবং ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসও দূর হবে।
শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করুন ক্রিমি প্রোডাক্টস
আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ফিরিয়ে দিতে ব্যবহার করুন ক্রিম জাতীয় ক্লিনজার, স্ক্রাব, ফেসক্রিম এবং ময়েশ্চারাইজিং লোশন।
ত্বককে উজ্জ্বল করুন ভেতর থেকে
রূপচর্চায় আদি ও অনবদ্য দুই উপাদান কাঁচা হলুদ ও দুধ। দুধের সাথে কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন নিয়মিত। ত্বক হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল।
স্কিন রুটিনে চলে আসুন
দু’মাস পরেই যদি আপনার বিয়ের তারিখ ঠিক হয়, তাহলে অবশ্যই আপনাকে আজ থেকেই একটা স্কিন রুটিনে চলে আসতে হবে।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখ পরিষ্কার করা, টোনিং করা, ভালো মানের ডে-ক্রিম লাগানো, বাইরে গেলে সানস্ক্রিন লোশন ব্যবহার করা শুরু করতে হবে।
রাতে মুখ পরিষ্কার করে মানসম্মত নাইট ক্রিম ব্যবহার করা-বিয়ের দিন পারফেক্ট লুক আনার জন্য এগুলো আপনাকে মাস দুয়েক আগে থেকেই মেনে চলতে হবে।
প্রতি মাসে পার্লারে যান
বিয়ের দুই মাস আগে থেকে প্রতি মাসে একবার করে পার্লারে যেতে হবে আপনাকে। ত্বকের ধরণ বুঝে প্রয়োজনীয় ফেসিয়াল করান।
আর সপ্তাহে একবার করে মেনিকিওর আর পেডিকিওর করান। ভ্রূ আপাতত প্লাগ করাবেন না। ভ্রূ বড় রাখুন।
বিয়ের দিন সাজার আগে মূহুর্তে বড় ভ্রূতে নতুন করে শেপ নিয়ে নিন ভ্রূ প্লাগ করে।
কালচে দাগ দূর করুন
আপনার ত্বকে কোনো ধরণের কালচে দাগ থাকলে, হাতের কনুইয়ে কালচে ভাব থাকলে বা ঠোঁট কালো হলে প্রতিদিন রাতে ঘুমানোর সময় এক টুকরো লেবু ঘষে নিন।
কিংবা দুধ বা দুধের সর ঘষলেও দারুণ উপকার পাবেন মাস খানেক এর মধ্যেই।
নতুন কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন
বিয়ের আগের দুই মাসে নতুন কোনো প্রোডাক্টস যেমন ফেসওয়াশ, ক্রিম, লোশন, বাজারের ফেসপ্যাক, মেকআপ ইত্যাদি যেগুলো আপনি আগে কখনও ব্যবহার করেননি সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন।
আপনি সবসময় যেটি ব্যবহার করে অভ্যস্ত, সেটিই ব্যবহার করুন। আর একান্তই প্রয়োজন না হলে এই দুই মাসে যে কোনো ধরণের মেকআপকে সম্পূর্ণ ‘না’ বলে দেওয়াই ভালো।
পান করুন প্রচুর পানি ও ফলের জুস
বিয়ের আগের এই দুই মাসে প্রতিদিন প্রচুর পরিমাণ পানি ও কেমিক্যালমুক্ত ফলের জুস পান করুন।
জুসে চিনির পরিমাণ একদম হালকা হতে হবে, যতটুকু না দিলেই নয়! এছাড়া ডাবের পানিও পান করা স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই উপকারি।
এই ছিলো আপনার জন্য সাধারণ কিছু টিপস যেগুলোর মাধ্যমে আপনি শুরু করতে পারেন বিয়ের জন্য আপনার ত্বককে তৈরি করার প্রস্তুতি।
বিয়ের দুমাস আগে থেকে এসব নিয়মিত ফলো করলে বিয়ের দিন আপনার ত্বককে দেখাবে উজ্জ্বল, লাবণ্যময়ী ও প্রাণবন্ত।