সাজগোজ করতে কোন মেয়েরই বা ভালো না লাগে!
কিন্তু সাজ মানে তো শুধু মুখে একের পর এক রং মাখা নয়, বরং ঠিকঠাক মেকআপের পেছনে থাকে অনেক চিন্তাভাবনা।
নিখুঁত বেসের জন্য ফাউন্ডেশনের সঠিক শেড বাছাই থেকে শুরু করে দাগছোপ ঢেকে দেওয়ার জন্য কনসিলার বেছে নেওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গায়ের রঙের কথা মাথায় রাখতেই হবে।
ভুল শেড ব্যবহার করতে তা আপনার ত্বকে ছোপ ছোপ হয়ে ফুটে থাকবে, দেখতেও খুব কৃত্রিম লাগবে।
বিশেষ করে যে সব মেয়ের গায়ের রং শ্যামবর্ণ, তাঁদের এ বিষয়টি মাথায় রাখা দরকার।
তাই আমরা নিয়ে এসেছি শ্যামবর্ণ মেয়েদের জন্য সেরা বিউটি গাইডলাইন এবং সেই সঙ্গে কিছু শ্রেষ্ঠ বিউটি প্রডাক্ট যা প্রতিটি শ্যামলী মেয়ের মেকআপের ভাঁড়ারে থাকতেই হবে!
চোখের মেকআপ
চোখের মেক আপ ছাড়া পুরো সাজটাই অসম্পূর্ণ।
চোখকে ঠিক মত সাজালে তবেই মেক আপ পারফেক্ট হয়।
যাদের শ্যামলা ত্বক তারা লাইনার সরু করে লাগাবেন।
আর চোখকে সাজাবার আগে কমপ্যাক্ট হালকা করে বুলিয়ে নিন চোখের চারপাশে।
তারপর চোখের মেক আপ শুরু করুন। কাজল খুব বেশি লাগাবার দরকার নেই।
আর অ্যাইশ্যাডো লাগাতে চাইলে সোনালি, বারগেণ্ডি রঙ ব্যবহার করতে পারেন। এরপর দিন মাস্কারা।
ঠোঁটের মেকআপ
আপনার নিজের পোশাক এবং স্কিন টোনের সঙ্গে যায় এমন লিপস্টিক ব্যবহার করুন।
যাদের শ্যামলা ত্বক তারা গ্লসি লিপস্টিক লাগাবার পরিবর্তে ব্যবহার করুন একটু ডার্ক শেডের ম্যাট লিপস্টিক।
আর ম্যাট এখন বেশ ফ্যাশনেবল।
হালকা পিঙ্ক, কফি, চকোলেট এসব রঙ ব্যবহার করে দেখতে পারেন।
লিপস্টিকের রঙের সঙ্গে ম্যাচ করে লিপ লাইনার লাগান।
ব্লাশ
মুখে একটা আলগা আভা এনে দিতে জুড়ি নেই ব্লাশের, তাই প্রতিটি মেয়ের সংগ্রহে ব্লাশ থাকা খুব দরকার!
তবে শ্যামলা গায়ের রঙের সঙ্গে মানানসই ব্লাশ বেছে নিতে অসুবিধেয় পড়েন অনেকে।
সবসময় ওয়ার্ম আন্ডারটোনের ব্লাশ বাছুন, শ্যামবর্ণ ত্বকে স্বাভাবিক দেখাবে।
শ্যামলা রঙে পিচ, লাল বা ওয়ার্ম ব্রাউন দুর্দান্ত দেখতে লাগে।