সাজগোজ করার পর আয়নার সামনে দাঁড়িয়েই সমস্যায় পড়েছেন তো? লিপস্টিকের রঙ বাছতে বাছতে মাথা খারাপের জোগাড়?
কমপ্লেকশন আর পোশাক অনুযায়ী সঠিক লিপ কালার বাছা বেশ কঠিন একটা টাস্ক। কমপ্লেকশন অনুযায়ী অনেকেই বুঝতে পারেন না, আসলে কোন লিপ কালারটি একদম পারফেক্ট হবে।
তাদের জন্যই থাকল আজ কিছু অসাধারণ লিপ কালারের সন্ধান। যেগুলো অনুজ্জ্বল ঠোঁটে জাস্ট অসাধারণ লাগবে।

নিওন অরেঞ্জ
নিওন অরেঞ্জ কালারটি কিন্তু এখন বেশ চলছে। সঙ্গে আছে একটা স্মুদ ক্রিমি টেক্সচার।
জাস্ট দু’বার ঠোঁট বোলালেই দেবে বোল্ড নিওন কালার। আর এটা ঠোঁটকে ময়েশ্চারাইজড রাখবে। তার ফলে ঠোঁট শুকিয়ে যাবার কোন সম্ভাবনা নেই।

প্লাম ডিলাইট
এটা এমন একটা কালার যা সব রকম স্কিন টোনেই ভালো যায়। এতে আছে ভিটামিন ই।
এটা ক্রিম এবং জেলের মাঝামাঝি একটা টেক্সচার। সন্ধ্যার পার্টির জন্য একদম পারফেক্ট কালার।

ক্রিমি ম্যাট ম্যাজেন্টা
অনেকেই পিঙ্ক খুব পছন্দ করে কিন্তু পরতে সাচ্ছন্দ্য বোধ করেন না। তারা একঘেয়ে পিঙ্ক না পরে এই কালারটা ট্রাই করতে পারেন।
এটির ঘন ক্রিমি টেক্সচার এর ফলে ঠোঁট ড্রাই হবে না। এবং অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তাই নিঃসন্দেহে নিয়মিত ব্যবহার করা যায়।

সিনামন টোস্ট
এতে আছে আরগান অয়েল ও ওমেগা ৩ যেটা ঠোঁটকে হাইড্রেট রাখে।
শীতেও ঠোঁট ফাটার সম্ভাবনা নেই। সঙ্গে একটা ফ্ল লেস গ্লসি ফিনিশ দেবে। খুব ক্লাসি কালার।

ডিপ ক্র্যানবেরী রেড
লাল পছন্দের রঙ? তাহলে ট্রাই করে দেখুন এই কালারটি। একদম অন্য রকম রেড। ঘন ক্রিমি বাটারের মত টেক্সচার।
আর একদম লাইট ওয়েট। আর অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে একই রকম থাকবে। এই কালারটা গ্ল্যামারকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।

ন্যুড নুয়েন্স
খুব গর্জিয়াস একটা কালার। এটা ডার্ক কমপ্লেকশনে বেশি ভালো লাগবে।

প্রাইম ম্যাট চেরি চিক
যারা একদম টকটকে লাল চাইছেন না, অথচ কিছু লালচে আভার ছোঁয়া চাইছেন, তাদের জন্য এটা রেকমেন্ডেড।
গর্জিয়াস রেড আর তার সঙ্গে ব্রাউন আন্ডার টোন। সঙ্গে দেবে একটা স্মুদ ম্যাট ফিনিশ।

স্টার পিওর গারনেট
শীতেও চাই ম্যাট ফিনিশ? কিন্তু ঠোঁট যেন না শুকিয়ে যায়। তাহলে এটা ট্রাই করতে পারেন।
ডিপ ওয়াইন কালার। ম্যাট ফিনিশ, কিন্তু ঠোঁটকে ময়েশ্চারাইজড রাখবে। ফলে শীতে নো টেনশন। কালারটাও একদম অন্যরকম।
তাহলে এবার মেকাপের জন্য ফাটাফাটি কয়েকটা দারুণ লিপস্টিকের কালার তো দেখে নিলেন, তো দেরী না করে ঝটপট ব্যবহার করুন আর মিলিয়ে নিন মনের মতো লিপ কালার।