Search
Close this search box.

কেন কন্ডিশনার ব্যবহার করা জরুরি?

আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করে থাকি। এরপর কেউ কন্ডিশনার ব্যবহার করে। কেউবা করে না। 

শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার যে ব্যবহার করতেই হবে- এটা আমরা মোটামুটি সবাই জানি।

কেন ব্যবহার করতে হবে সেই কারণ কি জানা আছে আমাদের? 

আসলে বেশিরভাগ মানুষই চুলে কন্ডিশনার ব্যবহার করার সঠিক নিয়ম জানেন না, তাই চুল পড়ে।

কন্ডিশনার ব্যবহার করা হয় যে কারণে

মূলত শ্যাম্পুর মধ্যে যে ডিটারজেন্ট রয়েছে তার প্রভাবে চুল যাতে রুক্ষ, আর্দ্রতা হীন না হয়।

বরং চুল কোমল হয় তার জন্যই কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দেন বিউটিশিয়ানেরা। 

কন্ডিশনার ইন্সট্যান্টলি চুলের ফ্রিজিনেস ও রাফনেস দূর করে চুল স্মুদ ও সফ্‌ট করে এবং চুল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে।

কন্ডিশনার অ্যাপ্লাই করলে চুল ময়েশ্চারাইজড করে এবং ড্যামেজ থেকে প্রোটেক্টেড থাকে।

এছাড়াও কন্ডিশনার চুল জটমুক্ত রাখতে হেল্প করে তাই আঁচড়ানোর সময় চুল ভেঙে যাওয়ার চান্স অনেক কমে যায়।

কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় কন্ডিশনার মাখার সত্ত্বেও চুল সেভাবে কোমল, মসৃণ হয় না।

বরং চুল হয় রুক্ষ, জট বেধে যায় ও চুল পড়ে। এর কারন, সঠিকভাবে কন্ডিশনার ব্যবহার না করলে সেটা থেকে কোনো সুফল পাওয়া সম্ভব নয়।

তাই আসুন জেনে নেই কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম

কন্ডিশনার ব্যবহারের আগে চুল শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

তারপর কয়েন বা পয়সার সমান কন্ডিশনার দুই তালুতে ঘষে নিন।

তারপর আঙ্গুলের সাহায্যে চুলের মাঝ বরাবর থেকে শুরু করে গোড়া পর্যন্ত ধীরে ধীরে কন্ডিশনার অ্যাপ্লাই করে হালকা করে মাসাজ করুন।

সঠিক পদ্ধতিতে কন্ডিশনার ব্যবহার করলে তার কার্যকারিতা বৃদ্ধি পায়।

মাথায় কন্ডিশনার না মেখে চুলে মাখুন। বিশেষ করে চুলের আগার দিকটায়।

মাথার ত্বকে কন্ডিশনার একেবারেই মাসাজ করবেন না।

নিয়মিত শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যাবহার করুন

শ্যাম্পু করার পর চুল কিছুটা রুক্ষ হয়ে যায়।

চুলের সেই হারিয়ে যাওয়া প্রাণ ফিরিয়ে দিতে তাই কন্ডিশনার ব্যবহার আবশ্যক।

মাঝেমধ্যে কন্ডিশনার ব্যবহার মিস গেলেও, এই না ব্যবহার করার অভ্যাসটা যেন নিয়মিত না হয়।

কন্ডিশনার শ্যাম্পু করা চুলে আর্দ্রতা জুগিয়ে চুল নরম আর উজ্জ্বল করে তোলে।

কন্ডিশনার লাগানো চুলে জট পড়ে কম, তাই আঁচড়ানোও সহজ।

অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করবেন না

বেশি বেশি করে মাখা মানেই এই না যে কাজও বেশি হবে।

বরং অতিরিক্ত কন্ডিশনার মাখলে চুল নেতিয়ে যায়।

কন্ডিশনার ধুয়ে ফেলাও মুশকিল হয়ে যায়।

অল্প করে কন্ডিশনার নিন যাতে সমস্ত চুলে মাখা হয়ে যায়, অথচ বাড়তিও না হয়।

চুলের গোড়ায় কন্ডিশনার মাখবেন না

কন্ডিশনার শুধু লাগাবেন আপনার চুলের দৈর্ঘ্য বরাবর, চুলের গোড়ায় নয়।

কন্ডিশনার লাগানোর পরে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না।

অন্তত ৩/৫ মিনিট কন্ডিশনার চুলে লাগিয়ে রেখে দিন যাতে চুলের গভীরে পর্যাপ্ত আর্দ্রতা ঢুকতে পারে।

সবশেষে ঠাণ্ডা পানি দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন

চুলে মসৃণ ও কোমল অনুভূতি না হওয়া পর্যন্ত তা ভালভাবে ধুতে থাকুন।

উপরের বিষয়গলো মেনে কন্ডিশনার ব্যবহার করলে আপনার চুল হবে ঘন, ঝটহীন, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল।