Search
Close this search box.

চশমার দাগ, ডার্ক সার্কেল, ব্রণ এর দাগ তোলার ঘরোয়া পদ্ধতি

নানা কারণে মুখে অনেক রকমের দাগ হয়ে থাকে। তা সে চশমা পরা থেকে হোক কী ছুলির বা ব্রণের দাগ হোক।

আর তার সঙ্গে আছে আবার ডার্ক সার্কেলের সমস্যা।

আপনি হয়তো ভাবেন যে এগুলো তো এমন দাগ যা দূর হবেই না কখনও। কিন্তু সেই চিন্তা এখন বাদ দিন।

আমরা আজ নিয়ে এসেছি এমন কিছু পরামর্শ যা আপনার কাজে আসবে আশাকরি।

চশমার দাগ থেকে মুক্তি

অনেক দিন ধরে চশমা পড়লে একটা দাগ তৈরি হয় চোখের পাশে।

হাল্কা গর্তের মতোও তৈরি হয়। আর এটা একদমই দেখতে ভালো লাগে না।

আজ তাই এর থেকে মুক্তির দুটি ঘরোয়া উপার আপনাদের জানিয়ে দেব।

গ্রিন টি ব্যাগ

গ্রিন টি খেয়ে আপনি নিশ্চয়ই অনেক উপকার পেয়েছেন।

কিন্তু গ্রিন টির ব্যাগটি ফেলে দিয়ে মোটেই কাজের কাজ করেন না।

এবার থেকে আপনার চশমার দাগ তুলতে ব্যবহার করুন গ্রিন টি ব্যাগ।

চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আর অ্যান্টি-অক্সিডেন্ট চোখের নিচের ক্ষতিগ্রস্থ চামড়া দূর করে।

উপকরণ 

ব্যবহার করে দুটি গ্রিন টি ব্যাগ।

পদ্ধতি 

ব্যাগ দুটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন।

তারপর তা চোখের ওই দাগের নিচে রেখে দিন দশ মিনিট।

এবার জল দিয়ে ধুয়ে নিন। এক দিন অন্তর অন্তর এটা করুন।

দেখবেন খুব সুন্দর ফল পাবেন।

চোখের নিচের কালো দাগ থেকে মুক্তির উপায়

নানা কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে।

হরমোনের সমস্যা থেকে শুরু করে মানসিক চাপ, চিন্তা সবই তো আছে। ত

াই কালো দাগ দূর করতে হলে আগে এগুলো বন্ধ করুন। আর যে দাগ হয়েছে তা তোলার পদ্ধতি তো বলছিই।

টম্যাটো

টম্যাটো চোখের নিচের কালো দাগ দূর করতে বেশ কার্যকরী।

তাই টম্যাটো ব্যবহার করে দেখতেই পারেন।

উপকরণ 

২ চামচ টম্যাটোর রস।

পদ্ধতি

টম্যাটোর রস চোখের নিচে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আর এটি দিনে দুবার করার চেষ্টা করুন ভালো ফল পেতে।

আলুর ও শসার পেষ্ট

এটিও কালো দাগ তুলতে খুব উপকার দেয়। নিয়মিত ব্যবহার করলে ফল পাবেনই।

উপকরণ

অর্ধেকটি আলু থেকে রস বের করে নিন। আর শসার রস মেশান তাসান।

ওই রসে তুলোর বল ভিজিয়ে রাখুন।

পদ্ধতি 

এবার চোখের নিচের কালো দাগের উপর রাখুন ওই রসে ডোবানো তুলোর বল।

তারপর ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।

এক দিন অন্তর অন্তর করতে পারেন।

ব্রণের দাগ থেকে মুক্তির উপায়

ব্রণ এমন একটা সমস্যা যেটা শুধু নিজেই সমস্যার সৃষ্টি করে না, দাগও তৈরি করে।

আর এই দাগ সহজে দূরও হয় না। কিন্তু ঘরোয়া উপায়েই এই দাগ দূর করা যায় খুব সহজে।

অ্যালোভেরা

অ্যালোভেরায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান।

তাই যে কোনও দাগ তুলে দিতে অ্যালোভেরা খুবই উপকারী।

উপকর

পরিমাণ মতো অ্যালোভেরা জেল।

পদ্ধতি

রোজ রাতে অ্যালোভেরা জেল নিয়ে ব্রণের দাগের উপর লাগান। তারপর রেখে দিন।

সকালে উঠে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে দাগ অনেকটাই হাল্কা হয়ে যাবে।

বেকিং সোডা

ত্বকের দাগ দূর করতে বেকিং সোডা খুব উপকারী।

এতে আছে এক্সফলিয়েট করার উপাদান। তাই বেকিং সোডা ব্যবহার করুন।

উপকরণ 

দুই চামচ বেকিং সোডা

পদ্ধতি 

একটি বাটিতে দুই চামচ বেকিং সোডা নিয়ে তার সঙ্গে জল মিশিয়ে একটা ঘন পেষ্ট তৈরি করুন।

এবার ওই পেষ্ট সরাসরি আপনি ব্রণের দাগের উপর লাগান। ৫ মিনিট লাগিয়ে রেখে দিন।

তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা রোজ অন্তত এক বার করুন। দেখবেন কত উপকার পাবেন।

এবার আপনি যে কোনও দাগ থেকে মুক্তি পান খুব সহজেই

আর উপকার পাওয়ার পর গ্ল্যামোজেনকে জানাতে ভুলবেন না।