নানাবিধ কারণে মুখের উজ্জ্বলতা কমে যায়। দেখা দেয় ডার্ক স্পট।
একটি সহজ ঘরোয়া উপায় রয়েছে যেটায় উপকার পাবেন আশা করছি।
তাহলে দেরি না করে জেনে নিন।
পাকা পেঁপের ফেস প্যাক
পাকা পেঁপে মুখের নানা দাগ দূর করার যম বলতে পারেন।
কারণ এতে থাকা প্যাপেইন উৎসেচক ব্রণর দাগ থেকে শুরু করে নানা দাগ সরাতে সাহায্য করে।
আর ত্বকের গ্লো বজায় রাখে সহজেই।
যেভাবে বানাবেন এই ফেসপ্যাকটি
খুবই সহজ এই প্যাকটি বানানো। সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন।
দিনে সময় না থাকলে রাতে ব্যবহার করতে পারেন। সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন।
উপকরণ
- পাকা পেঁপের পেস্ট হাফ বাটি
- গোলাপজল ২ চা চামচ
- চন্দনের পেস্ট ৩ চা চামচ
যেভাবে ব্যবহার করবেন
- প্রথমে ভালো করে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে শুকিয়ে নিন।
- এবার একটি বাটিতে পেঁপে, গোলাপজল, চন্দন ভালো ভাবে মিশিয়ে নিন।
- মুখে লাগিয়ে নিয়ে আসতে আসতে হাত দিয়ে ম্যাসাজ করুন ৫ থেকে ৬ মিনিট।
- এক ঘণ্টা পর মুখ ধুয়ে নিন। মুখ ধুয়ে যে ক্রিম আপনি সাধারণত ব্যবহার করেন তা লাগিয়ে নিন।
- এক থেকে দু মাসের মধ্যে দেখবেন মুখের দাগ দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখছে।