আজ থাকছে এমন কিছু টিপস যা মুখের কালো দাগ ছোপ দূর করবে দ্রুত।
এই অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করবে কিছু ঘরোয়া উপাদান যা আছে আপনার নাগালের মধ্যেই।
কেন হয় মুখে কালো দাগ?
অনিয়মিত জীবন যাপন, অতিরিক্ত ধুলো বা রোদের সংস্পর্শ, অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড, জল কম খাওয়া ইত্যাদি নানা কারণে মুখে এই ধরনের কালো দাগ পরে।
ঘন ঘন ফেস ক্রিম বদলানো বা অতিরিক্ত মাত্রায় মেকাপ সামগ্রী ব্যবহার করলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তাই এখন থেকেই সচেতন হন এবং আজকের লেখাটি অনুযায়ী ঘরোয়া পদ্ধতিগুলির ব্যবহার শুরু করুন।
অ্যাপেল সিডার ভিনেগার
অ্যাপেল সিডার ভিনেগার আপনার মুখের কালো দাগ ছোপ দূর করার ক্ষেত্রে সব থেকে কার্যকরী।
এতে বর্তমান অ্যান্টি-অক্সিডেন্ট ও জরুরি মিনারেলস আপনার ত্বকের যেকোনো রকম কালো ছোপ বা দাগ কে খুব তাড়াতাড়ি দূর করে।
ব্যবহার পদ্ধতি
২ চামচ আপেল সিডার ভিনেগার ও ২ চামচ জল মিশিয়ে নিন। কটন বল বা তুলো ওই মিশ্রণে ভিজিয়ে সারা মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন।
পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের পি এইচ ব্যালেন্স স্বাভাবিক থাকে।
মৃত কোষগুলি পরিষ্কার হয়ে ত্বকের দাগ ছোপ দূর হবে।
শসা
এক রাতের মধ্যেই যদি দাগ ছোপ থেকে মুক্তি চান তাহলে ব্যবহার করুন শসা।
শসা আমাদের ত্বকের জরুরি ভিটামিন সরবরাহ করে এবং স্কিনটোন হালকা করে অবাঞ্ছিত কালো ছোপ হালকা করে।
পদ্ধতি
শসার খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে জুস বের করে নিন। এবার রাতে শোবার সময় এই জুস মুখে মাখুন।
সকালে ঘুম থেকে উঠে মুখ হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। কিছুদিন করার মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন।
মধু
মধু আমাদের ত্বক নমনীয় করার সাথে সাথে যেকোনো রকম কালো ছোপ, অবাঞ্ছিত দাগ খুব তাড়াতাড়ি এবং চিরতরে দূর করে।
পদ্ধতি
প্রতিদিন রাতে শোবার আগে আপনার মুখের কালো অংশ গুলিতে বা মুখে মধু মেখে নিন। সকালে উঠে পরিষ্কার ও ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
হলুদ
আমাদের ত্বকে ফ্রি রাডিক্যাল ড্যামেজ এর ফলে যে কালো ছোপ বা পিগমেনটেশন তৈরী হয় তা খুব সহজেই দূর হয় হলুদের ব্যবহারে।
হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এই ধরনের ক্ষতির হাত থেকে স্কিনকে রক্ষা করে। এছাড়া রোদের তাপে যে কালসিটে পরে হলুদের ব্যবহারে দূর হয়।
পদ্ধতি
২ চামচ হারবাল হলুদ গুঁড়ো, এক চামচ লেবুর রস ও কাঁচা দুধ মিশিয়ে পেস্ট মত বানিয়ে যে সমস্ত স্থানে কালো ছোপ বা দাগ গুলি আছে সেখানে মাখুন।
১০ মিনিট অপেক্ষা করুন ও হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। ৫/৭ দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন।
চন্দন পাউডার
চন্দন আমাদের ত্বক কে ঠান্ডা করে, মুখে অবাঞ্ছিত যে কোনো রকম দাগ নিমেষে দূর করতে সক্ষম।
পদ্ধতি
১ চামচ চন্দন পাউডার, ১ চামচ গ্লিসারিন ও ৩ চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে মুখের কালো ছোপ পরে যাওয়া অংশে লাগিয়ে নিন।
১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
আলু
আলু অত্যন্ত কার্যকরী একটি উপাদান মুখের অবাঞ্ছিত কালো ছোপ দূর করার ক্ষেত্রে।
এতে বর্তমান ন্যাচেরাল ব্লিচিং উপাদান এই ধরনের দাগ হালকা করে খুব অল্প সময়ে।
পদ্ধতি ১
আলু গোল স্লাইস করে কেটে নিন। এবার এই কাটা অংশ আপানর মুখের কালো হয়ে যাওয়া অংশে রাখুন ১০ মিনিট। পরে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।
পদ্ধতি ২
আলু খোসা ছাড়িয়ে সূক্ষ্ম ভাবে গ্রেট করে নিন। এর সাথে ১ চামচ মধু ও ১ চামচ লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।
টিপস
- মনে রাখবেন আপনার মুখের অবাঞ্ছিত দাগ ছোপ দূর করতে হলে আপনাকে নিয়ম মেনে প্রতিদিন এই উপাদান গুলির প্রয়োগ করতে হবে। তবে সবগুলি একসাথে প্রয়োগ করা সম্ভব নয়।
- আপনার ক্ষেত্রে উপকারী উপাদানটি বেছে নিন এবং নিয়মিত ব্যবহার করুন।
- এগুলি যদি কাজ না করে তবে স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিন কারণ মুখের এই কালো দাগ শারীরিক কোনো দুর্বলতারও কারণ হতে পারে।
- এছাড়া প্রচুর পরিমানে পানি খান, বাইরে থেকে এসে মুখ পরিষ্কার করুন, সবুজ শাক সবজি খান। এতে আপনার ত্বক ভালো থাকবে।