Search
Close this search box.

মাটির পাত্রে পানি পানের উপকারিতা

একটা সময় বাড়িতে বাড়িতে মাটির কলস ব্যবহারের প্রচলন ছিল।

কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই ঐহিত্য।

তবে আজকাল কেউ কেউ মাটির পাত্রে পানি পানের উপকারিতার কথা জেনে ঝুঁকছেন এতে পানি পানের দিকে।

সুস্বাস্থ্যের জন্য পানীয় জল অপরিহার্য, বিশেষ করে গরমের সময় পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতা  হতে পারে।

গ্রীষ্মে মাটির পাত্র থেকে পানি পান করলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন

পরিবেশ-বান্ধব

প্লাস্টিকের বোতলের চেয়ে মাটির পাত্র বেশি ভালো হওয়া অন্যতম কারণ, এটা পরিবেশ বান্ধব।

এছাড়াও কাচের বোতলের চেয়ে মাটির বোতল ব্যবহার করা সাশ্রয়ী।

মাটির পাত্র দীর্ঘ সময় ব্যবহারও করা যায়।

প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা

কাদামাটি দিয়ে তৈরি ছোট ছোট ছিদ্রযুক্ত মাটির পাত্র পানি বাষ্পীভূত করে এবং শীতল রাখে।

এই পানি পানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং গরমে স্ট্রোক প্রতিরোধে সহায়তা করতে পারে।

এছাড়া মাটির পাত্র থেকে পানি পানে শরীরে ঠান্ডা ও সতেজ ভাব অনুভূত হয়।

পানির গুণমান উন্নত

কাদামাটি দিয়ে তৈরি ছিদ্রযুক্ত মাটির পাত্র প্রাকৃতিকভাবে পানি ফিল্টার করে।

যার ফলে পরিষ্কার এবং বিশুদ্ধ পানি পাওয়া যায়।