Search
Close this search box.

ঘরোয়া উপাদান দিয়ে মেকআপ তোলার টিপস

মেকআপের তুলতে বাজারের মেকআপ রিমুভার ব্যবহার করার চেয়ে ঘরে তৈরি রিমুভার ব্যবহার করা ভালো।

কারণ মেকআপের রাসায়নিক পদার্থগুলো তুলতে গিয়ে আবার রিমুভারের কেমিক্যালের সাহায্য নিলে ত্বক ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে।

চাইলে বাড়িতে থাকা সাধারণ উপাদান দিয়েই মেকআপ তুলতে পারবেন। কী সেই উপাদান, চলুন দেখে নেই।

বাষ্প

প্রথম ধাপে তেল লাগিয়ে নেয়ার পর মুখে গরম পানির ভাপ নিন।

তাতে ত্বকের পোরগুলোর মুখ খুলে যাবে, ভেতর থেকে বেরিয়ে আসবে সব ময়লা।

ক্রিম জাতীয় মেকআপ তোলার জন্যও প্রথমে বাষ্প নিন, তারপর তেল লাগিয়ে মুছে ফেলুন।

ফুলক্রিম দুধ

মাঠাযুক্ত দুধ ত্বক পরিষ্কার করতে দারুণ কাজ করে।

খুব কড়া মেকআপ আলগা করতেও সক্ষম দুধ ও সর।

ভালো করে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন।

কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে পানিটা বের করে দিন। তারপর মুখ মুছুন।

শসার রস

কড়া মেকআপ তোলার জন্য প্রথমে তেল লাগিয়ে যতটা সম্ভব তুলে ফেলুন।

তার পর শসার রস লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভেজা তুলো দিয়ে মুছে নিলেই ত্বক পরিষ্কার হয়ে যাবে।


প্রাকৃতিক তেল

নারিকেল তেল, কাঠবাদামের তেল বা অলিভ অয়েলের মধ্যে যেটা আপনার ত্বক ভালোভাবে নিতে পারে, সেটি ভালো করে মেখে নিন।

সঙ্গে হালকা ম্যাসাজ করুন। একটা নরম তোয়ালে কুসুম গরম পানিতে ডুবিয়ে আলতো করে মুছে তেলটা তুলে ফেলুন।

তাতে মেকআপ আর তেল একই সঙ্গে উঠে যাবে।

আই মেকআপ বা গাঢ় লিপ মেকআপ তুলতেও তেল ব্যবহার করা যায়।

বেকিং পাউডার আর মধু 

এই দু’টি উপাদান ত্বক পরিষ্কার রাখার জন্য খুবই কাজের।

এক চামচ মধুতে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিয়ে মুখে মাখুন।

কিছু ক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। মেকআপ উঠে যাবে।