আপনি কি কখনও আয়নার সামনে দাঁড়িয়ে এটা ভেবে দেখেছেন যে, আপনার মুখের এমন কোন জিনিস, যা আপনার লুককে নিমেষে বদলে দিতে পারে।
কী এমন মেকআপ করলে আপনাকে দেখেতে লাগবে নজরকাড়া?
তাহলে আপনার ভ্রূ-যুগলের ওপর তাকান, এই ভ্রূ-দুটির ওপর বিশেষ নজর আপনার চেহারায় চলে আসবে দারুণ পরিবর্তন।
যেমন সব মুখে সবরকমের হেয়ারকাট মানায় না, তেমনই সুন্দর দেখতে লাগার জন্য আলাদা আলাদা ফেসকাটিং অনুসারে আলাদা আলাদা আইব্রো হওয়াটা দরকার।
আপনার মুখের জন্য কীভাবে সঠিক ভ্রূ শেপ করবেন?
প্রথম স্টেপ
এর সমস্ত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এটিই। সমস্ত ভ্রূ-র শেপ সব মুখের আকারের সঙ্গে যায় না।
যেহেতু আপনি নিজের মুখের শেপটা বদলাতে পারবেন না, তাই একমাত্র উপায় হলো আপনার ভ্রূ-এর শেপটা মুখের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা।
আয়নার সামনে দাঁড়িয়ে বারবার যাচাই করুন। আপনাকে বুঝতে হবে যে আপনার মুখের শেপটি কী।
দ্বিতীয় স্টেপ
সঠিক শেপটি বাছাই করা খুব জরুরি।
আপনি যখনই নিজের মুখের আকৃতিটি বুঝে যাবেন, তখন আপনি আপনার মুখের সঙ্গে মানানসই কোন আইব্রো স্টাইলটি ভালো দেখাবে বা কোন স্টাইলটা আপনার এড়িয়ে চলা উচিত সেটা ক্লিয়ারলি ধরতে পারবেন।
লং ফেস
আপনার যদি লং ফেস হয়ে থাকে, তবে আপনার লক্ষ্য হওয়া কীভাবে একে আরও গোলাকার দেখাবে।
সেক্ষেত্রে ধনুকের মতো বাঁকানো ভ্রূ এড়িয়ে চলুন; এটি আপনার মুখকে আরও দীর্ঘ দেখাবে।
আপনার ভ্রূ আকারগুলি সমতল রাখুন।
সমতল ভ্রূ সঙ্গে সামান্য নিম্নমুখী কার্ভ বা কোনও কার্ভ রেখেই ভ্রূ শেইপ করুন, তাহলে আপনার মুখটি গোলাকার বলে মনে হবে।
যেকোনও দীর্ঘ মুখের মেয়েরা অবশ্যই এই আইব্রো ট্রাই করুন।
রাউন্ড ফেস
বৃত্তাকার মুখের জন্য, আপনাকে আপনার চেহারাটি আরও লম্বা দেখানো প্রয়োজন।
আর তা দেখাতে ধনুকের মতো বাঁকা ভ্রূ তৈরি করুন।
আপনি যদি তীক্ষ্ণ ভ্রূ না পছন্দ করেন তাহলে হালতা কার্ভ বেছে নিতে পারেন।
তবে বৃত্তাকার ভ্রূ শেপ এড়িয়ে চলুন। এটি আপনার মুখকে আরও গোল করে তুলবে।
ওভাল ফেস
আপনার মুখ যদি ডিম্বাকৃতি হয় তাহলে আপনার চেহারায় আরও বেশি মাত্রা যোগ করতে আপনি একটি হালকা আর্ক-শেপ (ধনুকের মতো) বেছে নিতে পারেন।
তবে কোনওভাবেই ড্রামাটিক আইব্রো শেপ বাছবেন না।
আপনি ইতিমধ্যে সুন্দর একটি তীক্ষ্ণ বৈশিষ্ট্যযুক্ত মুখ পেয়েছেন, তার মধ্যে চেহারাটিকে আরও তীক্ষ্ণ করলে, তা মোটেও সুন্দর দর্শন হবে না!
স্কোয়ার ফেস
স্কোয়ার শেপের মুখ যাঁদের তাঁদের বর্গাকার চোয়াল থাকার জন্য তা মুখে আলাদা রকমের সৌন্দর্য যোগ করে।
আপনার চোয়াল এবং কপাল একই দূরত্বে থাকার জন্য আপনার মুখমন্ডল একটা চৌকো আকার নেয়।
এর জন্য আপনাকে এমন একটি আইব্রো ডিজাইন করতে হবে যা আপনার চেহারাটিকে সফট বানাবে।
এবং এমনকি যদি আপনার আরও একটু মেয়েলি চেহারা চান তবে ভ্রূর মাধ্যমে আপনার চেহারাটিকে আর একটু দীর্ঘায়িত বা লম্বাটে দেখাতে পারেন।
এর জন্য একটি রাউন্ড শেপ বা লো সফ্ট আর্ক আইব্রো করে দেখুন। আপনি এই মুখের আকারের খুব বেশি পাতলা বা খুব ঘন ব্রো না রেখে একটা মিডিয়াম থিকনেস বেছে নিন।
হার্ট শেপ ফেস
হার্ট শেপের মুখের আকার যাঁদের, তাঁদের চিবুক বা থুতনিতে একটা শার্প পয়েন্ট থাকে।
সুতরাং চেহারাটি সফ্ট করতে, একটি বৃত্তাকার ভ্রূ বানান।
তবে একটি লো-আর্ক ব্রো-ও আপনাকে একটি প্রাকৃতিক লুক দেবে, তবে যদি আপনার হার্ট শেপ মুখের আকার ছোট হয় তবে আপনার বিউটিশিয়ানকে বলুন আপনার ভ্রূগুলিকে একটি তীক্ষ্ণ ধনুকের শেপ দিতে।
ডায়মন্ড ফেস
আপনার চেহারা অনুযায়ী যদি আপনার মুখের আকৃতি সঠিক হয়, তাহলে তা অবশ্যই ভালো।
এতে আপনার লুক আরও সুন্দর দেখায়, কিন্তু আপনার চেহারার সঙ্গে মানানসই যদি আপনার ভ্রূ না শেপ করেন, তাহলে তাহলে আপনার সৌন্দর্য ততটাও দৃষ্টি আকর্ষণ করবে না।
আপনার ফেস যদি ডায়মন্ড সেপ হয় তাহলে ভুরুর আকৃতি ঘন রাখুন। খানিকা অ্যারো শেইপে প্লাক করুন।
এই ভ্রূর সঠিক ঘনত্ব এবং আকৃতির জন্যই চেহারায় পার্থক্যটা চোখে পড়ে এবং তার জন্য সঠিক বিউটিশিয়ানের কাছ থেকে ডান গ্রুমিং করানোটা আবশ্যিক।
তাহলে নিজের জন্য কোন আইব্রো করাবেন, তা বুঝতে আর নিশ্চয় কোনও সমস্যা রইলো না?
তাহলে অবশ্যই নিজেকে সঠিকভাবে গ্রুম করুন এবং ভিড়ের মধ্যে হয়ে উঠুন নজরকাড়া।