Search
Close this search box.

চশমা পরিষ্কারের সঠিক উপায়

রাস্তাঘাটে প্রায়ই দেখা যায়, চোখের চশমা খুলে মুখ থেকে ধোয়া দিয়ে অথবা থুতু দিয়ে অথবা টিস্যু দিয়ে সানগ্লাস পরিষ্কার করে থাকেন অনেকে।

চশমার ক্ষতি করতে না চাইলে কখনোই এরকম কাজ করা যাবে না।

চশমাতে ময়লা জমে অপিরষ্কার হয়ে যেতেই পারে।

তাই বলে এমন কাজ ভুলেও করবেন না যাতে এই দরকারি জিনিসটা নষ্ট হয়ে যায়।

চলুন জেনে নেই চশমা ঠিকঠাকভাবে পরিস্কার করার প্রক্রিয়া।

যেভাবে চশমা পরিস্কার করবেন

চশমা ধোয়ার জন্য লাগবে ওম গরম পানি, ডিশ ওয়াশার অথবা লেন্স ক্লিনার এবং মাইক্রো ফাইবার কাপড়।

প্রথমে ওম গরম পানি দিয়ে চশমাটি ধুয়ে নিন। সবচেয়ে ভালো হয় যদি লেন্সদুটো আলাদা করে খুলে নিতে পারেন।

চশমা পানি দিয়ে ধোয়ার পর এর লেন্সে ডিশওয়াশার লিকুইড সাবানের এক ফোটা ঢেলে দিন।

তারপর আঙ্গুল ‍দিয়ে যতোটা সম্ভব লেন্সের ময়লা অংশটি ঘষে নিন।

আবারও ওম গরম পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে।

এবার মাইক্রো ফাইবার কাপড় দিয়ে লেন্সটি মুছে শুকিয়ে নিন। হয়ে গেল আপনার চশমা পরিষ্কার।

চশমা যেভাবে পরিস্কার করা যাবে না

১) অ্যালকোহল আছে এরকম লেন্স ক্লিনার ব্যবহার করবেন না।

২) টিস্যু ব্যবহার করবেন না। যেহেতু টিস্যু এবং অন্যান্য কাগজ কাঠ থেকে বানানো হয়, তাই টিস্যুর মধ্যে থাকে কাঠের উপাদান লেন্সে দাগ ফেলে দিতে পারে।

৩) চশমায় কখনোই থুথু ফেলবেন না। যেকোনো ধরনের স্যালাইভা লেন্স থেকে দূরে রাখুন।

৪) চশমা ধোয়ার জন্য কখনোই অ্যামোনিয়া, ভিনেগার, ব্লিচিং পাউডার, উইনডো ক্লিনার ব্যবহার করা যাবে না। এগুলো আপনার চশমার কোটিং তুলে ফেলতে পারে।

৫) কাপড়ের কোনা দিয়ে চশমা পরিষ্কার করতে যাবেন না। খুব অল্প পরিমাণে হলেও কাপড় আপনার লেন্সে দাগ তৈরি করতে পারে।