অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ভেতর থেকে পরিষ্কার করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে চাইলে ঘরে তৈরি কয়েকটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত।
বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনীর বদলে প্রাকৃতিক উপাদান বেছে নিন ত্বকের যত্নে।
এগুলোর কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তবে ব্যবহারের আগে নির্দিষ্ট কোনও উপাদানে অ্যালার্জি আছে কিনা সেটা যাচাই করে নেবেন।
জেনে নিন ত্বক ঝটপট উজ্জ্বল করবে এমন কিছু ফেস প্যাক কীভাবে বানাবেন-
হলুদ ও দুধ
ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে চাইলে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
১/৪ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মধু ও ২ চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে একটা ফেসপ্যাক তৈরি করে নিন।
প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর প্যাকটি আলতো হাতে সারা মুখে লাগিয়ে নিন। মিনিট পনেরো অপেক্ষা করুন।
শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বককে হাইড্রেট রাখে।
হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে।
দুধে প্রচুর মিনারেল এবং ভিটামিন থাকায় তা ত্বকের মৃত কোষকে দূর করে, ত্বককে কোমল করে অনেকটাই।
চন্দন ও গোলাপ জল
১ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা চন্দন তেল বা আধা চা চামচ চন্দন পাউডার এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।
পুরো মুখে এই পেস্টটি লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন।
তার পর আরও ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এর পর আর্দ্রতাবিষয়ক মলম লাগিয়ে নিন।
সপ্তাহে একবার এই ফেসপ্যাক লাগালেই ভালো ফল পাবেন।
অ্যালোভেরা জেল
২ চামচ অ্যালোভেরা জেল, হাফ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন।
পুরো মুখে এই ফেসপ্যাকটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। চোখের চারপাশে লাগাবেন না।
সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।
মধু ও লেবুর রস
একটি বাটিতে ১ টেবিল চামচ মধু ও ২ চা চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
ফেসপ্যাকটি মুখের লাগিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বকের ময়লা দূর করতে চাইলে সপ্তাহে একবার এটি ব্যবহার করতে পারেন।