Search
Close this search box.

ঘরে বসেই পেতে পারেন উজ্জ্বল ত্বক

ত্বক ভালো রাখার জন্যে বেশ কিছু টিপস মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তাই বলে, সব সময়ই যে পার্লরে গিয়ে অনেক টাকা খরচ করার প্রয়োজন হয় তা কিন্তু নয়।

আবার এরকমও নয় যে, দামি দামি অনেক স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হবে!

অল্প এবং সাধারণ কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহারে বাড়িতেই ঠিক ভাবে ত্বকের যত্ন নিতে পারলে, ত্বকের উজ্জ্বলতা ফিরতে পারে।

নিয়মিত পরিস্কারর করুন

উজ্জ্বলতার জন্যে স্কিনকেয়ারের প্রথম ধাপ হল পরিষ্কার করা।

মুখ পরিস্কার করার অর্থ হলো ত্বকের উপর জমে থাকা তেল, সিবাম ও ধুলো-ময়লা নির্মূল করা।

ত্বকের ছিদ্রে আটকে থাকা ময়লা ত্বককে আরও নিস্তেজ করে তোলে।

প্রতিদিন সকালে ও রাতে ফেস ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আঙুলের ডগা দিয়ে বৃত্তাকারভাবে মুখে মাসাজ করতে পারেন।

হাইড্রেশন রাখুন

 শরীর থেকে টক্সিন দূর করতে সারাদিন প্রচুর পরিমাণে জল পান করুন।

শরীরের ভেতর থেকে পরিস্কার করে উজ্জ্বল ত্বকের জন্য সর্বদা হাইড্রেট থাকা দরকার।

শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য প্রধান উপাদান হল গ্লিসারিন।

দুধ

দুধ আপনার ত্বকের জন্য একটি দুর্দান্ত উপাদান।

এটি সারা বিশ্বের মহিলা ব্যবহার করেন। প্রতিদিন ঘুমানোর আগে দুধ লাগান।

এছাড়া নিয়মিত দুধ খেলে আপনার ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়। কাঁচা ঠান্ডা দুধেতে একটি তুলোর বল ডুবিয়ে রাখতে হবে।

এবার এই তুলোর বলটি আপনার ত্বকে ঘষুন।

সারারাত রেখে সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এর ফলে ত্বকের কালো দাগ দূর হতে পারে।

সেই সঙ্গে এটি আপনার চেহারাকে উজ্জ্বল করতে সাহায্য করবে।

গোলাপ জল

গোলাপ জল নিঃসন্দেহে সৌন্দর্য ফিরিয়ে আনে। এটি সহজলভ্য।

আপনার ত্বক তৈলাক্ত, শুষ্ক বা সংমিশ্রণ যাই হোক না কেন,

আপনি আপনার সৌন্দর্য বজায় রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন।

সামান্য তুলো গোলাপ জলে ডুবিয়ে সারা মুখে আলতো করে লাগান।

এটি আপনার ত্বকে রেখে দিন সারা রাত এবং পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এটি আপনার ত্বককে দুর্দান্ত উজ্জ্বলতা দেবে এবং আপনার ত্বককে সতেজ, নরম এবং মসৃণ করে তুলবে।