পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়।
আর ব্ল্যাকহেডস এমন জেদি জিনিস যে সহজে যেতেই চায় না।
আজকের আর্টিকেল তাই এই ব্ল্যাকহেডস থেকে রেহাই পাওয়ার সহজ টিপস নিয়ে।
কেন হয় ব্ল্যাকহেডস?
আমাদের শরীরের যে ন্যাচারাল তেল বা সিবাম সেটি আমাদের মুখের ময়েশ্চার ধরে রাখে।
কিন্তু যখনই এই সিবাম বেশি নিঃসৃত হয় তখনই সমস্যা দেখা দেয়। অতিরিক্ত সিবাম মুখের ডেড স্কিনের সঙ্গে মিশে পোরস বন্ধ করে দেয়।
এর ফলে কিছু দূষিত পদার্থ জমা হয় স্কিনে। যখন ওই দূষিত পদার্থ স্কিন থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু পারে না তখনই এই ব্ল্যাক হেডস দেখা দেয়।
কী করলে ব্ল্যাকহেডস কমবে?
বেকিং সোডা
ব্ল্যাকহেডস দূর করতে দারুণ উপকারী বেকিং সোডা এবং পানির মিশ্রণ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক চামচ বেকিং সোডার সঙ্গে অর্ধেক চামচ লেবুর রস আর অল্প গরম পানি মিশিয়ে তা পেস্ট তৈরি করতে হবে।
এবার সেই পেস্ট নাকের আশেপাশে, থুতনিতে, নাকের উপরে ব্যবহার করুন। হালকা হাতে ম্যাসেজ করার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পোর্স স্ট্রিপ ব্যবহার করতে পারেন
পোর্স স্ট্রিপ হল ওই ব্যান্ড-এইডের মতো। যেখানে ব্ল্যাকহেডস আছে সেই জায়গার ওপর এই পোর্স স্ট্রিপ দিয়ে খানিক পর তুলে নিলে ব্ল্যাকহেডস উঠে আসে।
শুনেই নিশ্চয়ই মনে হচ্ছে যে বেশ ব্যথা লাগবে।
হ্যাঁ, তা লাগে, সঙ্গে জায়গাটা লাল হয়েও যেতে পারে।
তাই আমরা বলব, নতুন ব্ল্যাকহেডস বা সবেমাত্র হয়েছে এমন ব্ল্যাকহেডস তোলার জন্যই পোর্স স্ট্রিপ ব্যবহার করুন।
যেহেতু এই ধরণের ব্ল্যাকহেডস খুব গভীরে নেই স্কিনের, তাই সহজে বেরিয়ে আসে। ব্যথা লাগে না।
কিন্তু অনেক দিনের পুরনো ব্ল্যাকহেডস তোলার জন্য এই পদ্ধতি ভালো নয়।
এক্সফোলিয়েশন
ভালো এক্সফোলিয়েশন সিরাম দিয়ে মুখ পরিষ্কার করলে ভিতর থেকে ময়লা উঠে আসে।
আর দিনের পর দিন এই কাজ করলে ব্ল্যাকহেডস নরম হয়ে সহজেই উঠে আসবে। আর স্কিন যেহেতু পরিষ্কার হচ্ছে তাই নতুন করে ব্ল্যাকহেডস হওয়ার সম্ভাবনাও কমছে।
প্রত্যেক সপ্তাহে একদিন সময় নিয়ে মুখ এক্সফোলিয়েট করুন।
বিশেষ করে যে জায়গায় ব্ল্যাকহেডস হয়েছে সেখানে।
চারকোল মাস্ক
চারকোল মাস্ক ব্ল্যাকহেডস দূর করার জন্য বিখ্যাত।
ভিতর থেকে ময়লা, জমা তেল এইসব সহজেই দূর করতে জুড়ি মেলা ভার এই চারকোল মাস্কের। চারকোল আসলে আপনার স্কিনকে ডিটক্স করে। যে কোনও ভালো চারকোল মাস্ক কিনুন।
আপনি চারকোল পিল-অফ মাস্কও কিনতে পারেন। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার মুখ ধুয়ে নিন।
সপ্তাহে এক দিন করুন। এক মাসের মধ্যেই দেখেবেন ব্ল্যাকহেডস বেশ উঠে আসছে।
ভারী মেকআপ নয়
যাঁদের ব্ল্যাকহেডস এর সমস্যা খুব বেশি তাঁরা কখনই খুব ভারী মেকআপ করবেন না। ভারী মেকআপ মানেই স্তরে স্তরে মেকআপ করা।
আর এর জন্য আপনাকে বেশ কিছু সলিউশন ব্যবহার করতে হবে। এগুলি কিন্তু ওই ব্ল্যাকহেডসের জন্য ভালো নয়।
তাই হাল্কা মেকআপ করুন আর চেষ্টা করুন ফাউন্ডেশনের ওপরেই মোটামুটি মেকআপ রাখতে।
কনসিলার বা ওই জাতীয় অনেক কিছু ব্যবহার করবেন না। আর মেকআপ ভালো করে তুলবেন। না হলে পোর্স বন্ধ হয়ে গিয়ে সমস্যা বেড়ে যাবে।