মুখ উজ্জ্বল, কিন্তু হাত-পা ফ্যাকাসে! অবশ্যেই সেটা দৃষ্টি নন্দন নয়, তাই না?
মুখের তুলনায় হাত পা যদি একটুখানি ফ্যাকাসে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বেশ বিব্রতকর লাগে নিজের কাছেই।
হয়তো জামা কাপড় কিংবা মেকআপ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন! তবে এটা তো আর পার্মানেন্ট সল্যুশন নয়।
আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই! কেননা আজ আমরা আপনাকে জানিয়ে দেবো আপনার প্রিয় মুখের মতই হাত পা উজ্জ্বল করার দারুণ কিছু কার্যকরী কৌশল!
কাঁচা দুধ রাখবে আপনার হাত পা সবসময় উজ্জ্বল
মানুষের শরীরের অন্যান্য অংশ সবসময় জামা কাপড় দিয়ে ঢাকা থাকলেও হাত ও পা দুটোই খানিকটা অনাবৃত থাকে।
আর তাই রোদ, তাপ ও ধুলোবালিও পোহাতে হয় এই বেচারা হাত পা কেই!
হাত পায়ের কালচে ভাব দূর করে উজ্জ্বল করে তুলতে কাঁচা দুধের কোনো বিকল্প নেই।
উপকরণ
আধ কাপ কাঁচা দুধ।
পদ্ধতি
কাঁচা দুধ তুলোর টুকরোয় মাখিয়ে তা হাতে পায়ে মেখে বসে থাকুন অন্তত ১০ মিনিট।সেটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।
প্রতিদিন এভাবে ব্যবহার করলে আপনি খুব অল্প কিছুদিনের মধ্যেই পাবেন উজ্জ্বল হাত-পা।
ত্বক উজ্জ্বল করতে লাগান মধু ও শসা
মধু ও শসার রস একসাথে মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন।
আপনার হাত পা শুধু উজ্জ্বলই হবে না, বরং হাত পায়ের খসখসে ভাব দূর করে তাকে করে তুলবে কোমল ও মসৃণ।
উপকরণ
৩ চামচ মধু, ৫ চামচ শসার রস।
পদ্ধতি
শসা থেকে আগে রস বের করে নিন। তারপর তার সাথে মধু মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণ হাতে আর পায়ে মাখিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করে নিন। তারপর ধুয়ে নিন। এটা সপ্তাহে দু’দিন করুন।
টম্যাটো ব্যবহার করতে ভুলবেন না যেন!
রূপচর্চায় টম্যাটো ব্যবহার হয়ে থাকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে-জানেন নিশ্চয়ই?
তাই আপনার হাত-পায়ের কালচে ভাব দূর করে এগুলোকে উজ্জ্বল ও চকচকে করে তুলতে টম্যাটো তো ব্যবহার আপনাকে করতেই হবে!
উপকরণ
গোটা একটা টম্যাটো পেস্ট।
পদ্ধতি
টম্যাটো পেস্ট করে সেটি হাতে ও পায়ে লাগিয়ে রাখুন টানা ১৫ মিনিট।
এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অল্প কদিনের মধ্যেই পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন!

মসুর ডাল উজ্জ্বল করে তুলবে আপনার হাত ও পা
ত্বকের বর্ণ উজ্জ্বল করে তুলতে মসুর ডাল বাটা কাজ করে খুবই চমৎকারভাবে।
উপকরণ
৩ টেবিল চামচ মসুর ডাল,দুধ বা দই।
পদ্ধতি
দুধ বা দই’এর সাথে মসুর ডাল বেটে নিয়ে পেস্ট তৈরি করে তা হাত ও পায়ে লাগান।এভাবে অন্তত ১৫/২০ মিনিট বসে থাকুন সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত।
এটি আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে তো বটেই, সেই সাথে হাত-পায়ের মরা চামড়াকেও সারিয়ে তুলতে সাহায্য করবে।
তাহলে জেনে নিলেন তো, কী করে আপনার হাত-পা আপনি করে তুলতে পারেন আপনার মুখের মতই উজ্জ্বল আর কোমল।
এবার নিশ্চয়ই আর পছন্দের স্লিভলেস কিংবা জুতো কিনতে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না?