হাত দিয়ে আমরা সারা দিন সবচেয়ে বেশি কাজ করি৷ কিন্তু যত্নের বেলায় তার ভাগেই পড়ে সবচেয়ে কম৷
তাই সময়ের আগেই বুড়িয়ে যায় হাত, কুঁচকে যায়, বলিরেখা পড়ে৷
অবশ্য যারা খুব ঠান্ডার দেশে থাকেন, দীর্ঘক্ষণ রোদে অথবা কড়া রাসায়নিক নিয়ে কাজ করেন, তাদের হাতের সৌন্দর্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়৷
ওষুধ বা কোনও সাবানের প্রভাবে হওয়া অ্যালার্জি থেকে বা ক্লোরিন দেওয়া পুলে সাঁতার কাটার ফলেও তেমনটা হতে পারে অবশ্য৷
কিন্তু একটু চেষ্টা করলেই হাতের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসা সম্ভব৷ জানতে চান কীভাবে?
অলিভ অয়েল আর চিনির স্ক্রাব লাগান
এক হাতের তালুতে আধ চাচামচ চিনি নিন৷ তার উপর ঢালুন এক চাচামচ অলিভ অয়েল৷
এবার দুই হাতের তালু পরস্পরের সঙ্গে ঘষে চিনি আর তেলের মিশ্রণটা ভালো করে মাখতে থাকুন কনুই পর্যন্ত৷
চিনি পুরো গলে যাওয়া পর্যন্ত এমনটা করতে হবে৷ তারপর জলে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন৷
মধুর মাস্ক লাগান
লেবুর সাইট্রিক অ্যাসিক কমায় ত্বকের পোড়াভাব আর কালো দাগ, মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকে৷
এর সঙ্গে যদি বেকিং সোডা যোগ করেন, তা হলে সরে যাবে মরা পুরোনো কোষ৷
দু’ চামচ মিশিয়ে মাখুন হাতে৷ ১০ মিনিট পর ধুয়ে ফেলুন উষ্ণ জল দিয়ে৷
দুধের সর মাখুন
দুধের সর ময়েশ্চরাইজ়ার হিসেবে অসাধারণ, তার ল্যাকটিক অ্যাসিড ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রেখে দারুণভাবে এক্সফোলিয়েট করে৷ পুরো হাত৷
এবং তালুতে ভালো করে দুধের সর মাখান, ১০ মিনিট পর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন৷
সারা রাত পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন
দিনের সব কাজের শেষে ভালো করে হাত ধুয়ে নিন৷ তার পর বেশ খানিকটা পেট্রোলিয়াম জেলি হাতে মাখিয়ে পুরোনো সুতির মোজা গলিয়ে শুয়ে পড়ুন৷
পরদিন নিজের হাত দেখে নিজেই চমকে যাবেন!