Search
Close this search box.

কিছু উপকারি ঘরোয়া ফেসপ্যাক

আয়নার দিকে তাকালেই মন খারাপ হয়ে যাচ্ছে? ত্বক পরিস্কার না?

কী উপায়ে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে? জেনে রাখুন ঘরোয়া কিছু উপায়, যা মুক্তি দেবে এই যন্ত্রণা থেকে।

অ্যালোভেরা

অ্যালোভেরার যাদু কামালের কথা তো অনেক শুনেছেন। এবার আপনার গালের ওই ছোপ দাগকে হটাতে না হয় অ্যালোভেরা ব্যবহার করেই দেখুন না।

অ্যালোভেরার হিলিং প্রপার্টি কিন্তু আপনার গালের দাগগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে।

উপকরণ

অ্যালোভেরা পাতা ১টি। এছাড়া বাজারে যে সমস্ত অ্যালোভেরা জেল পাওয়া যায়, তাও লাগাতে পারেন, কিন্তু ফ্রেশ পাতা ব্যবহার করাই ভালো।

পদ্ধতি

ফ্রেশ অ্যালোভেরা পাতা থেকে শাঁসটা বের করে মুখে মেখে নিন।

সারারাত মেখে রাখুন, সকালে উঠে দেখবেন মুখটা ফ্রেশ তো লাগছেই।

আর সেইসাথে গালের দাগও ভ্যানিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রোজ টানা নিয়ম করে করে যান। উপকার পাবেন।

পেঁপে

আপনার সারা গালে যদি কালো ছোপ থাকে, তাহলে পাকা পেঁপে কিন্তু আপনার বেস্ট অপশন হতে পারে।

আপনার মুখের দাগ দূর করে স্কিন টোনকে হালকা আর উজ্জ্বল করতে কিন্তু পেঁপের জুড়ি নেই।

পেঁপেতে থাকা প্যাপেইন উৎসেচক আপনার ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে।

তাছাড়া ট্যান তাড়াতেও কিন্তু পাকা পেঁপে ওস্তাদ।

উপকরণ

পাকা পেঁপে ২ টুকরো, দুধ ২ চামচ।

পদ্ধতি

পাকা পেঁপে আর দুধ একসাথে পেস্ট করে নিন। তারপর মুখে ভালো করে মেখে নিন।

২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজ বা একদিন ছাড়া একদিন করুন।

হলুদ

হলুদও কিন্তু আপনার ত্বককে উজ্জ্বল করে আর গালের কালো ছোপ দূর করতে সাহায্য করে।

তাছাড়া ত্বকের পিগমেন্টেশন, বয়সের ছোপ দূর করতেও হলুদ কার্যকরী।

উপকরণ

২ চামচ কাঁচা হলুদ বাটা, ১ চামচ দুধ, ১ চামচ মধু।

পদ্ধতি

কাঁচা হলুদ বাটা,মধু আর দুধ নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার আপনার মুখে ম্যাসাজ করে মাখুন।

আধঘণ্টা রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। রোজ করুন, একমাসের মধ্যেই উপকার পাবেন।

এবার আর দেরি না করে জলদি এগুলো অ্যাপ্লাই করুন আর পেয়ে যান মাখনের মতো মসৃণ আর কাঁচের মতো দাগহীন ত্বক।

আর হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে কখনোই মন খারাপ করবেন না।