Search
Close this search box.

ঘরোয়া পদ্ধতিতে এবং প্রাকৃতিক উপাদানে গোল্ড ফেসিয়াল করার উপায়

আমাদের মাঝে অনেকেই আছেন গোল্ড ফেসিয়াল করতে পছন্দ করেন।

তবে জানেন কি, চাইলে ঘরোয়া পদ্ধতিতে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে গোল্ড ফেসিয়াল করা সম্ভব।

বাড়িতে ট্রাই করুন ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি গোল্ড ফেসিয়াল। আপনাদের ত্বকের জন্য ভালো ও একগাদা টাকাও লাগে না এতে।

কিন্তু কীভাবে? সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ লিখলাম আজ।

পড়ে নিন আর মাসে এক থেকে দুই বার করে ঘরে বসে করুন গোল্ড ফেসিয়াল।

ক্লিনজিং করুন প্রথমে

গোল্ড ফেসিয়াল করার প্রথম স্টেপে ভালো করে ক্লিনজিং করে নিন।

এক্ষেত্রে ক্লিনজার হিসেবে ব্যবহার করুন র-মিল্ক বা কাচা দুধ।

কাচা দুধ তুলাতে নিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিট মুখে ম্যাসাজ করুন।

১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে।

স্ক্রাবিং করুন ধীরে ধীরে

দ্বিতীয় স্টেপে ভালো করে স্ক্রাবিং করে নিন।

স্ক্রাবার বানিয়ে নিন ঘরেই। ১ চামচ চিনি, এক চামচ মধু।

উপকরণ দুইটি ভালো করে মিশিয়ে মুখে ৩ থেকে ৫ মিনিট ম্যাসাজ করুন।

মিনিট দশেক পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

স্টিমিং করবেন হালকা ভাবে

তৃতীয় স্টেপে ভালো করে স্টিমিং করে নিন।

একটি পাত্রে পানি উষ্ণ গরম করে তাতে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ মুছুন। ৩ মিনিট করুন এটি একই ভাবে।

গোল্ড ফেস প্যাক

শেষ স্টেপে গোল্ড ফেসিয়াল করবেন।

বানিয়ে নিন ঘরে খুব সহজেই।

১ চামচ টক দই, হাফ চামচ হলুদ, ১ চামচ নারিকেল তেল, ১ চামচ মধু।

উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ফেস প্যাক বানিয়ে নিন।

এবার মুখে প্যাকের মত লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে নিন।

২০ থেকে ৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

দেখলেন তো কত সহজে, কম সময়ে এবং খরচে গোল্ড ফেসিয়াল করা সম্ভব।

মাসে এক থেকে দুই বার করে ঘরে বসে করুন এই গোল্ড ফেসিয়াল। আশাকরি, উপকার পাবেন।