Search
Close this search box.

নখের যত্ন নিতে হট অয়েল ম্যানিকিওর

আপনি কি আপনার নখ নিয়ে চিন্তিত? আপনার নখ ও নখের কিউটিকলসকে সুন্দর ও নরম রাখতে চান? তাহলে আপনার একমাত্র সমাধান হতে পারে হট অয়েল ম্যানিকিওর সাম্প্রতিককালে এটি মেয়েদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।

হট অয়েল ম্যানিকিওর কি?

  • দুই হাত ও নখের যত্নে হট অয়েল ম্যানিকিওর সর্বকালের সেরা ট্রিটমেন্ট এখন পর্যন্ত।
  • নখের কিউটিকলকে পুষ্টি প্রদান করতে হট অয়েল ম্যানিকিওর খুবই কার্যকরী ভুমিকা পালন করে।
  • তেল গরম করে তা দিয়ে নানা স্টেপের মাধ্যমে নখের ও হাতের ম্যানিকিওর করা হয়।
  • বিলাসবহুল স্পা সালোঁ ছাড়া এই পরিষেবা খুব একটা সহজলভ্য নয়। তবে চাইলে বাড়িতেও এটি করা সম্ভব।
  • তবে আজ শুধুমাত্র হট অয়েল ম্যানিকিওর করালে আপনি কি কি ভাবে উপকৃত হবেন সেগুলি জানাবো এই প্রতিবেদনে।

নখ ডিটক্সিফাই করে

  • বিউটি ডিটক্স যে শুধুমাত্র ত্বকের জন্য প্রয়োজন তা নয়, আপনার নখের জন্যও প্রয়োজন।
  • এটি আপনার নখের স্বাস্থ্য সুন্দর রাখতে সাহায্য করে। নখকে ভেতর থেকে সুন্দর করে তোলে।
  • এই পদ্ধতিতে নখে জমে থাকা ময়লা, ধুলো বালি, মৃত কোষ তুলে ফেলে নখকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

ভঙ্গুর নখ শক্তিশালী করে

  • আপনার নখ যদি ভঙ্গুর হয়, তাহলে তা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে।
  • এই কারনে আপনি চাইলেও নিজের নখ বাড়াতে পারবেন না।
  • বিশেষত যেসব গৃহবধূরা, বাড়ির সবরকমের কাজ করে থাকেন তাদের এই সমস্যাটি দেখা দেয়।
  • এজন্য হট অয়েল ম্যানিকিওর খুবই কার্যকরী।
  • এটি নখকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে ও সহজে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

কিউটিকল নরম রাখে

  • হট অয়েল ম্যানিকিওরের ক্ষেত্রে যেসব তেলগুলি ব্যবহার করা হয়, তার মধ্যে রয়েছে সূর্যমুখী তেল, জলপাইয়ের তেল (অলিভ অয়েল), যাতে রয়েছে ভরপুর ভিটামিন ই।
  • যা নখের কিউটিকলগুলি নরম রাখতে সাহায্য করে।

হাতের ত্বকের পুষ্টি যোগায়

  • যেকোনও বিউটি ট্রিটমেন্টের অঙ্গ হিসাবে এই হট অয়েল ম্যানিকিওরকে একটা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়।
  • কারণ এই ট্রিটমেন্টে ব্যবহৃত তেলগুলি ত্বকের জন্য ভীষণভাবে কার্যকর।
  • এইসব তেল আপনার হাতের ত্বককে সুন্দর ও নরম রাখতে এবং সার্বিকবাবে পুষ্টি যোগাতে বিশেষভাবে সাহায্য করে।

ডার্ক প্যাচ রোধ করতে সাহায্য করে

  • ধুলো-ময়লা এবং টক্সিন জমে গিয়ে আপনার আঙুল, নখ এবং নখের চারপাশে অনেক সময়ে ডার্ক প্যাচ পড়ে যায়।
  • যার ফলে আঙুলগুলি বিবর্ণ দেখাতে পারে, যা আজকাল খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
  • হট অয়েল ম্যানিকিওর আপনার নখের ডার্ক প্যাচ খুব সহজেই সরিয়ে দিতে সাহায্য করে।

ত্বকের বার্ধক্যের গতি কমিয়ে দেয়

  • অনেক সময় মুখের ত্বক এবং হাতের ত্বকের মধ্যে আকাশ-পাতাল ফারাক চোখে পড়ে।
  • এরজন্য মুখের পাশাপাশি হাতের ত্বকও সবসময় ময়েশ্চারাইজড এবং হাইড্রেটেড রাখা প্রয়োজন।
  • তাই দরকার হট অয়েল ম্যানিকিওর।
  • এর ফলে আপনার হাতের ত্বকের পুষ্টি হয় এবং হাত থাকে সুন্দর।
  • হাতে হওয়া বলিরেখা কমে গিয়ে ত্বক টানটান থাকে।

হ্যাঙনেল (Hangnail) দূর করে

  • অনেকসময়ে নখের চারপাশে অতিরিক্ত চামড়া উঠতে দেখা যায়।
  • এক এক সময় যা অত্যন্ত বেদনাদায়কও হতে পারে।
  • এমনকী এই অতিরিক্ত চামড়া বেশি টানাটানি করলে রক্ত বেরোতে পারে।
  • হট অয়েল ম্যানিকিওর নখের পাশ থেকে অতিরিক্ত চামড়া ওঠা রোধ করে।
  • যাদের অতিরিক্ত মাত্রায় হ্যাঙনেলের সমস্যা রয়েছে তাঁরা পারলে নিয়মিত হট অয়েল ম্যানিকিওর করান।

ত্বকের মৃত কোষ দূর করে

  • আপনার দুটি হাস সারাদিন কতই না কাজে ব্যবহৃত হয়।
  • এরফলে সারাদিন দুই হাত বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসে।
  • সাবান দিয়ে হাত ধুলে অনেকসময়ে এইসব ব্যাকটেরিয়া, জীবাণু দূর হয় বটে।
  • তবে অনেকক্ষেত্রে এইসব জীবাণু কিন্তু হাতের ত্বকের গভীরে প্রবেশ করে থাকে, যার ফলে ইনফেকশন দেখা দিতে পারে।
  • এরজন্য হট অয়েল ম্যানিকিওর করানো খুবই প্রয়োজন।

রক্তসঞ্চালন বাড়ায়

হট অয়েল ম্যানিকিওর করার সময় এক্সপার্টরা দুই হাতের তালু এবং আঙুলে এক বিশেষ প্রকার মাসাজ দিয়ে থাকেন, যার ফলে আপনার হাতে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় যা ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

নখের দ্রুত বৃদ্ধি হয়

হট অয়েল ম্যানিকিওরের মাধ্যমে নখের ওপর থেকে ধুলো-ময়লা, মৃত কোষ এমনকী ব্যাকটেরিয়া ও জীবাণু নির্মূল করে দেওয়ার ফলে আপনার আপনার নখ একদিকে যেমন সহজে ভাঙবে না তেমনই নখের বৃদ্ধি দ্রুতগতিতে হতে থাকে।