ঘরোয়া উপায়ে ফেসিয়াল করা স্কিনের জন্য ভালো। কী, চিন্তায় পড়ে গেলেন নাকি?
ঘরে কীভাবে ফেসিয়াল করা যেতে পারে? খুব সহজ। দেখে নিন প্রতিটি ধাপ।
প্রথম ধাপ
ফেসিয়াল করার আগে ভালো করে মুখ ধুয়ে নিন। সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন না।
একটা টম্যাটো পেস্ট করে মুখে লাগিয়ে নিন ভালো করে। ৫ থেকে ৬ মিনিট রেখে পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
ভালো করে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছে নিন।
দ্বিতীয় ধাপ
স্ক্রাবার দিয়ে ভালো করে এবার মুখ পরিষ্কার করুন। ঘরোয়া স্ক্রাবার ব্যবহার করুন।
মধু, দই ও বেসন এক চা চামচ করে মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিন।
ভালো করে মুখে, গলায় ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে নিন।
তৃতীয় ধাপ
ফেসপ্যাক লাগান এই তৃতীয় ধাপে। ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে হবে অবশ্যই।
অয়লি ত্বকের জন্য মুলতানি মাটি, মধু ও গোলাপজল মিশিয়ে প্যাক বানান।
ড্রাই স্কিনের জন্য দই, হলুদবাটা, বেসন, টম্যাটো ও গোলাপজল মিশিয়ে প্যাক বানান।
ফেসপ্যাক লাগিয়ে ৫ মিনিট ভালো করে ম্যাসাজ করুন।
এরপর অপেক্ষা করুন ২৫ মিনিট।
ভালো করে প্রথমে হালকা গরম পানি মিশিয়ে তুলা দিয়ে ফেসপ্যাক ওঠান।
তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।
চতুর্থ বা শেষ ধাপ
যে ক্রিম আপনি স্কিনে ব্যবহার করেন তা দিয়ে মুখ ৫ মিনিট ম্যাসাজ করে নিন।
চেষ্টা করবেন ফেসিয়াল করে বাইরে না যাওয়ার। ধুলো বালি থেকেও দূরে থাকুন।
সপ্তাহে দুবার করে করুন।