আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়?
আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে পারবেন না, তাই তা আড়াল করার জন্য বা বড় ছিদ্রগুলি ছোট করার জন্য আপনার কিছু মেকআপ ট্রিকস জানা উচিত।
আর আপনার মুখের পোরগুলি যদি বড় বড় হয় তাহলে মেকআপের সাহায্যে তা কীভাবে ম্যানেজ করবেন তার জন্য অবশ্যই প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ুন।
শুরুটা করুন সিরাম দিয়ে
একটা নির্দিষ্ট মেকআপ রুটিন মেনে চলার আগে আপনার উচিত আপনার কমপ্লেকশনের যত্ন নেওয়া।
এর জন্য এমন একটি সিরাম বেছে নিন যেটি আপনার ত্বকের ডার্ক স্পট, দাগ-ছোপ সব চলে যায়।
ভালো মানের সিরাম নিয়মিত ব্যবহার করলে এটি আপনার ত্বকের বয়স বাড়তে দেয় না।
ব্যবহার করুন প্রাইমার
একটি পোর-মিনিমাইজিং প্রাইমার বেছে নিন, যা আপনার ত্বককে স্মুদ করবে এবং পোরসগুলিকে ছোট দেখাতে সাহায্য করবে।
একটি ম্যাটফিনিশ পোর-মিনিমাইজিং প্রাইমার ফোঁটা ফোঁটা করে মুখের ওপর নিয়ে পোরসের ওপর আলতো করে অ্যাপ্লাই করুন।
নাকের দুপাশ এবং গালের অংশের বড় পোরস দেখা যায়, যার জন্য এইসমস্ত জায়গায় ভালো করে অ্যাপ্লাই করুন।
বেছে নিন ম্যাট ফাউন্ডেশন
ম্যাট ফিনিশের ফাউন্ডেশন আলো রিফ্লেক্ট করে না, যার ফলে পোরসগুলি সেই অর্থে চোখেও পড়ে না।
তাই এমন একটি ম্যাট ফাউন্ডেশন বাছুন যার মধ্যে একটা অয়েল-ফ্রি ফর্মুলা রয়েছে এবং যা প্রাকৃতিকভাবেই আপনাকে একটা ম্যাট ফিনিশ লুক দেবে।
ফাউন্ডেশন ব্লেন্ড করুন
এবার একটি মেকআপ ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশন ব্লেন্ড করুন।
এক্ষেত্রে ব্রাশ কখনওই ব্যবহার করবেন না। ব্রাশ ব্যবহার করলে অনেকসময়ে পোরসগুলি আরও বড় দেখাতে পারে।
অন্যদিকে একটি ব্লেন্ডার কিন্তু আপনাকে একটা অসাধারণ কভারেজ দিয়ে থাকে।
অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন
একটি লাইটোয়েট ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আপনার ত্বকে একটা ইনস্ট্যান্ট হাইড্রেশন যোগ করে।
মনে রাখবেন ময়েশ্চারাইজার কিন্তু আপনার পোরসগুলিকে ছোট করতে সাহায্য করে না, বড় পোরস তৈরি হওয়ার কারণ হল তৈলাক্ত ত্বক।
তাই আপনি যদি আপনার ত্বকের তৈলাক্তভাব কমিয়ে পোরস তৈরি হওয়া রোধ করতে চান তাহলে অবশ্যই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন।
একটি নমনীয় কনসিলার ব্যবহার করুন
ত্বকে প্রাইমার এবং ফাউন্ডেশন ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনার ম্যাট বেস মেকআপ তৈরি। তবে আরও কিছু ত্রুটি চোখে পড়লে আপনারা কনসিলারের সাহায্যে সেগুলে লুকোতে পারেন।
এর জন্য চোখের তলার অংশে উল্টো ত্রিভূজের মতো করে কনসিলার অ্যাপ্লাই করুন। পাশাপাশি এমন কনসিলার বাছুন যেটাতে আপনি একটা ফুল কভারেজ পাবেন।