স্কিন কেয়ারের অন্যতম ও প্রধান একটি ধাপ হলো নিজের স্কিন টাইপ সম্পর্কে জানা।
আমরা অনেকেই আমাদের স্কিন টাইপ সম্পর্কে জানি না।
যার কারণে কোন প্রডাক্টটি আমাদের জন্য ভালো আর কোন প্রোডাক্টটি ব্যবহার করা উচিত না, এসব না জেনেই ভুলভাল প্রডাক্ট ব্যবহারে স্কিন নষ্ট করে ফেলছি।
জেনে নিন আপনার স্কিন টাইপ কী
স্কিন টাইপ ৪ ধরণের হয়ে থাকে৷ ড্রাই, অয়েলি, কম্বিনেশন এবং নরমাল স্কিন।
স্কিন টাইপ বুঝতে প্রথমেই আপনার স্কিন মাইল্ড কোন ফেইসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন।
এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করুন।
এই এক থেকে দুই ঘন্টায় অন্য কোন প্রডাক্ট ব্যবহার করবেন না।
আয়নাতে কাছ থেকে লক্ষ্য করুন।
আপনার স্কিন যদি টান টান অনুভুত হয় তাহলে বুঝতে হবে এটা ড্রাই স্কিন।
যদি আপনার স্কিনে তেলতেলে এবং চকচকে ভাব অনুভূত হয় তাহলে বুঝতে হবে এটা অয়েলি স্কিন৷
তবে যদি এই তৈলাক্ত ভাব শুধু মাত্র আপনার টি-জোন এরিয়ায় (কপাল, নাক,থুতনি) অনুভূত হয় এবং গাল টানটানে অনুভূত হয় তাহলে সেটি কম্বিনেশন স্কিন।
আপনার স্কিন যদি অয়েলি, ড্রাই কোনটাই অনুভূত না হয় কিন্তু নরম এবং তুলতুলে অনুভব তাহলে সেটি নরমাল স্কিন।