Search
Close this search box.

ত্বকের যত্নে লেবুর কয়েকটি উপকারিতা

লেবুর অসংখ্য গুণের মধ্যে অনত্যম গুণ হচ্ছে, ত্বকের যত্নে লেবু খুবই উপকারী।

তবে শুধু মুখে লাগিয়ে রাখলেই হবে না, জানতে হবে এর সঠিক পদ্ধতি।

রইলো ত্বকের যত্নে লেবুর কিছু কার্যকরী উপায়-

চেহারার ব্ল্যাকহেডস নির্মূল

লেবুতে ছত্রাক ও ব্যাটেরিয়া ধ্বংসকারী উপাদান থাকে, যা সহজে প্রাকৃতিক উপায়ে চেহারার ব্ল্যাকহেডস ও কালো দাগ নির্মূল করে।

একটি লেবু টুকরো করে কেটে নিন (যাতে রস বেশি পরিমাণে থাকে)। 

এর সাথে মধু যোগ করে নিতে পারেন। একটি টুকরো নিয়ে তাতে এক ফোঁটা মধু নিয়ে চেহারায় ১০/১৫ মিনিট ঘষুন। 

ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কনুই ও হাঁটুর কালো দাগ

লেবুর রসে এমন গুণাগুণ রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করতে পারে।

কয়েকটি লেবুর টুকরো নিন। 

কালো দাগ যুক্ত স্থানে ঘষুন (১০/১৫ মিনিট)।নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করুন।

তৈলাক্ত ত্বকের যত্ন

তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস অনেক উপকারী।

এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিন। এর সাথে ১/৪ টক দই এবং মধু মিশ্রিত করুন। 

চেহারায় মেখে ১০ মিনিট অপেক্ষা করুন এবং হাল্কা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

খুশকি দূর করতে

আপনি যদি মাথার খুশকি জনিত কোনো সমস্যায় ভুগে থাকেন, তবে লেবুর রস আপনার সমস্যা দূর করবে।

লেবুর কয়েকটি টুকরো নিন। 

মাথার ত্বকে কিছু সময় ম্যাসাজ করুন। 

এভাবে সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন।

ঠোঁটের যত্ন

নারী-পুরুষ সবারই ঠোঁট ফাটে।

ঠোঁট থেকে আঁশের ন্যায় চামড়া ওঠে, এতে অনেক ব্যথা হয়।

তবে এক্ষেত্রে লেবুর রস বেশ উপকারী। লেবুর রস ঘষলে পুরনো চামড়া উঠে নতুন গোলাপী চামড়া বের হবে।

লেবুর টুকরো নিন। এর সাথে সামান্য চিনি যোগ করুন। 

কিছু সময় ডানে-বামে ঘষে ঘষে মালিশ করুন।

তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস অনেক উপকারী।