অনেকের মনে প্রথম যে প্রশ্ন আসবে তা হলো, আদৌ লিপ মাস্ক ব্যবহারের প্রয়োজন আছে কী?
উত্তর হচ্ছে, কিম কার্দাশিয়ান নানা সাক্ষাৎকারে বিউটি টিপস দিতে গিয়ে বলেছেন যে লিপ মাস্ক বিনা তাঁর চলেই না!
তারপরেও আপনি সেটি ব্যবহার করবেন কিনা, সে বিষয়ে আমরা আর আলাদা করে কী বলব বলুন তো?
একটা কথা তো মানবেন, ঠোঁট বেচারার উপর দিয়ে সারাদিন দারুণ ধকল যায়?
আপনি খাচ্ছেন, লিপস্টিক বুলোচ্ছেন, উত্তেজনার বশে কামড়াচ্ছেন, আদরে ভেসে যাচ্ছেন – আর চাপ সহ্য করছে সে বেচারি।
তার বিনিময়ে স্রেফ লিপ বামের পরতে কি হয়?
তাই হাতের কাছে থাকা কয়েকটি উপাদানের সাহায্যে বানিয়ে নিন দারুণ কাজের লিপ মাস্ক!
চিনি আর মধুর মাস্ক
চিনি আর মধু মিশিয়ে নিন আপনার হাতের তালুতে, তারপর আঙুলের আলতো স্পর্শে পুরো ঠোঁটে এই মাস্ক লাগিয়ে রাখুন।
না, খেতে ভালো লাগলেও চেটে সাফ করবেন না, শুকিয়ে গেলে তুলে ফেলুন ও ধুয়ে লিপ বাম লাগান।
লেবু আর মধুর মাস্ক
ঘুম থেকে ওঠার পরেই লেবুর রস আর মধুর মাস্ক লাগিয়ে দেখুন টানা একমাস।
ঠোঁট কোমল তো থাকবেই, বজায় থাকবে তার প্রাকৃতিক গোলাপি রংও।
আমন্ড অয়েল আর মাখনের মাস্ক
শীতকালে কি আপনার ঠোঁট ফাটে খুব?
তাহলে এই বিশেষ মাস্কটি ব্যবহার করুন।
১০ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেললে ঠোঁট নরম ও মোলায়েম থাকবে।
গ্লিসারিন মাস্ক
গ্লিসারিন মাস্কও ঠোঁট আর্দ্র রাখতে সাহায্য করে, ব্যবহার করতে পারেন সারা বছর।
গ্লিসারিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রসও লাগানো যায়। ২০ মিনিট পর ধুয়ে নেবেন।
অলিভ অয়েলের মাস্ক
অলিভ অয়েল, নারকেল তেল, মধু, আর চিনি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।
তা ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে নিন। তার পর লিপ বাম লাগাবেন।