নিয়মিত মেকআপ করছেন ভালো কথা। কিন্তু তার সাথে ত্বকের যত্ন করছেন তো?
মানে এই যে মেকআপের সময় কত রকম প্রোডাক্ট আপনার মুখে লাগাচ্ছেন।
আপনি ব্যবহার করছেন হয়তো প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ফেসপাউডার, শিমার আরো না জানি কতকিছু।
একেকবার একেকটি ব্র্যান্ডের ট্রাই করছেন। এতে যে ত্বকের কত ক্ষতি হচ্ছে সে খেয়াল আছে কি?
প্রতিবার মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে কিছু বিষয় যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
আপনি নিশ্চিন্তে মেকআপ চালিয়ে যান, তবে সাথ ত্বকের যত্নের দায়িত্ব নিতে ভুলবেন না যেন।
মুখের ত্বক কিন্তু আমাদের শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় বেশি সেনসেটিভ হয়। তাই মেকআপের আগে ও পরে ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
যাতে ত্বকের কোনো ক্ষতি না হয়। মেকআপের আগে ত্বকের যত্ন নিতে কিছু বিষয়ে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

খুব ভালো করে মুখ ধুয়ে নিন
মেকআপ শুরু করার ক্ষেত্রে ত্বকের যাতে কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে প্রথমেই আপনার মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
কারণ আপনার ত্বকে যদি কোনো ধুলোবালি লেগে থাকে বা ত্বক ঘেমে থাকে তাহলে তার ওপর মেকআপ শুরু করলে কিন্তু তা ত্বকের ক্ষতি করবে।
সেক্ষেত্রে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকে ধুলোবালি ঘাম থাকলে তা পরিষ্কার হয়ে যাবে|

ত্বককে এক্সফলিয়েট করুন
মুখ ধুলেই তো শুধু হলো না। আপনার ত্বক যাতে একেবারে স্মুদ হয়ে ওঠে এবং ত্বকের মৃত কোষগুলো যেন পরিষ্কার হয়ে যায় সেদিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে।
তার জন্য আপনাকে স্ক্রাবার দিয়ে সার্কুলার মোশনে হাতের সাহায্যে আস্তে আস্তে ঘষে আপনার ত্বকের মৃতকোষগুলি পরিষ্কার করে ফেলুন।
ত্বককে একেবারে স্মুদ করে তুলতে হবে।এতে আপনার মেকআপ মুখে সমান ভাবে বসবে।

টোনার ব্যবহার করুন
স্ক্রাবার ব্যবহার করার পরে নেক্সট স্টেপ হলো টোনারের ব্যবহার। মুখে টোনার প্রয়োগ করতে তুলা বা কটন বল ব্যবহার করা ভালো।
এতে আপনার ত্বকে ক্লান্তির ছাপ থাকলে দূর হবে এবং কোনরকম ময়লা অবশিষ্ট থেকে থাকলে তাও পুরোপুরি দূর হয়ে ত্বক অনেক বেশি সতেজ হয়ে উঠবে|

ত্বককে ময়েশ্চারাইজ করুন
এবার আপনার ত্বকে ভালো করে ক্রিম বা ময়েশ্চারাইজার ম্যাসাজ করে নিন। এতে আপনার ত্বকের রুক্ষতা দূর হবে।
ত্বক ভেতর থেকে নরম হয়ে উঠবে|মেকআপ শুরু করার আগে কিছুক্ষণ ময়েশ্চারাইজার মেখে অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন।
মেকআপ শুরু করার আগে কিন্তু এই বিষয়গুলো আপনাকে মেনে চলতেই হবে। কারণ এতে আপনার ত্বক মেকআপের ধকল নেয়ার জন্য তৈরী হয়ে যায়।
এবং ত্বকের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। তাই এখন থেকে নিশ্চিন্তে মেকআপ করুন এবং আপনার ত্বক ও মেকআপের
মাঝের সুরক্ষার জন্য মেকআপ শুরু করার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখুন।