আমাদের ত্বকের যত্নে ময়েশ্চারাইজার এর কোনো তুলনা হয় না৷
গাছ যেমন জল ছাড়া তার সতেজতা হারায়, ঠিক তেমনই ময়েশ্চারাইজার ছাড়া আমাদের স্কিন তার সতেজতা বজায় রাখতে পারে না।
ময়েশ্চারাইজার হলো এক ধরনের লোশন বা ক্রিম যা ত্বকের শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে, ত্বকের উপরিভাগের আদ্রর্তা বজায় রাখতে সাহায্য করে।
ময়েশ্চারাইজার আমাদের স্কিনের স্মুথ, গ্লোয়িং, হাইড্রেট, ড্রাই, ডিহাইড্রেটেড এবং ড্যামেজড হওয়া থেকে স্কিনকে রক্ষা করে।
এছাড়াও স্কিনের বিভিন্ন সমস্যার সমাধানে স্কিনের ময়েশ্চার লেভেল ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ।
স্কিনের ধরন অনুযায়ী মশ্চারাইজার ভিন্ন হয়ে থাকে
ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার অয়েলি স্কিনে কাজ করবে না, আবার অয়েলি স্কিনের ময়েশ্চারাইজার ড্রাই স্কিনে কাজ করবে না।
তাই মশ্চারাইজার ব্যবহার করার ক্ষেত্রে আগে নিচের স্কিন টাইপ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।
আমাদের অনেকেই মনে করে থাকি অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার-এর প্রয়োজনীয়তা নেই। এ ধারনাটি আসলে পুরোপুরি ভুল।
মুখ ভালভাবে ধোয়া হলো অয়েলি স্কিন যত্নের মূল চাবিকাঠি। তবে বার বার এই মুখ ধোয়ার কারণে স্কিনে ময়েশ্চার-এর ঘাটতি দেখা যায়।
যার কারণে স্কিন আরও তেলতেলে অনুভূত হয়।
অয়েলি স্কিনের জন্য বেস্ট মশ্চারাইজার হলো লাইট ওয়েট মশ্চারাইজার।
লাইট ওয়েট ফর্মুলার মশ্চারাইজার স্কিনকে হেলদি এবং হাইড্রেট রাখে।
এই লাইট ময়েশ্চারাইজার স্কিনে কোনো ধরনের হেভি ফিল না দিয়ে স্কিনকে পুরোপুরি মশ্চারাইজার করে।
লাইট ওয়েট হওয়ার কারণে স্কিনে দ্রুত এবসর্ব হয়ে যায় যার কারণে তেলতেলে বা গ্রিসি ফিল হয় না৷
স্কিনের পিএইচ লেভেল বজায় রাখে এবং এর প্রধান উপাদান হিউমেক্ট্যান্ট পানিকে ধরে রাখতে সাহায্য করে।
এতে করে স্কিন ডিহাইড্রেশনের হাত থেকে মুক্তি পায়।