যেকোনো অনুষ্ঠানে স্পেশাল ভাবে সাজতে চাইলে ত্বকের যত্ন করতেই হবে!
কী করবেন? বেশি কিছু না। মাত্র দুটি ফেসপ্যাক, যা আপনাদের স্কিনের নমনীয়তা বজায় রাখার পাশাপাশি স্কিনের গ্লো ধরে রাখতে সাহায্য করবে।
নিয়মিত এই ফেসপ্যাকগুলো ট্রাই করুন আর দেখুন পরিবর্তন।
বেসনে বাজিমাত
এক চামচ বেসন আপনাদের ত্বকের যাবতীয় ডালনেস দূর করতে যথেষ্ট।
তবে সাথে আরও কিছু উপাদান রয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
উপকরণ
- বেসন অর্ধেক বা হাফ বাটি।
- মধু দুই চা চামচ।
- গোলাপজল চার চামচ।
- কাঁচা হলুদ বাটা দুই চা চামচ।
যেভাবে বানাবেন
- প্রথমে একটি কাঁচের বাটিতে বেসন ছাঁকনি দিয়ে ছেকে ঢেলে নিন।
- এবার এতে এক এক করে মধু, গোলাপজল, কাঁচা হলুদ বাটা মেশান।
- ভালো করে সবকটি উপকরণ মিশিয়ে নিন। হালকা ঠান্ডা পানিতে মিশিয়ে প্যাক বানিয়ে নিন।
- মুখ ভালো করে ধুয়ে নিয়ে ফেস প্যাকটি লাগান।
- ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
- সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।
কলার কেরামতি
আগেও বলেছি আবার বলছি স্কিনের উজ্জ্বলতা বাড়াতে কলার মত সস্তা ও লাভদায়ক উপকরণ আর একটি নেই।
তাই এই ফেস প্যাকটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন।
তবে যদি কারোর কলা থেকে কোন প্রকারের অ্যালার্জি থাকে তাহলে এটি ব্যবহার করবেন না।
উপকরণ
- পাকা কলা একটি।
- টক দই দুই চা চামচ।
- মধু দুই চা চামচ।
- চন্দনের পেস্ট ছোট এক চামচ।
যেভাবে বানাবেন
- পাকা কলা প্রথমে ভালো করে পেস্ট করে নিন।
- এবার এতে একে একে দই, মধু, চন্দনের পেস্ট মিশিয়ে নিন। ঠান্ডা পানি মিশিয়ে প্যাক বানিয়ে নিন।
- মুখ ভালো করে ধুয়ে নিয়ে ফেস প্যাকটি লাগান।
- ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
- সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।