খুব সুন্দর করে সেজেছেন! পার্টিতে যাবেন। সবই ঠিক আছে। কিন্তু গলার কালো দাগের জন্য প্রতিবারই পারফেক্ট লুকটা আর আসে না।
মুখ-হাত উজ্জ্বল, কিন্তু গলা ময়লা। কেমনটা যে লাগে তখন! গলার সেই কালো দাগ দূর করার জন্য কী করবেন এই ভেবে ভেবে সমাধান পাচ্ছেন না তো? চিন্তা নেই।
এই দাগ তুলে গলা ও ঘাড় পরিস্কার করার উপায় রয়েছে হাতের কাছেই। কীভাবে? দেখুন।
আলু ও শসার রস
অনেকেই আলুর রস, শসার রস মুখে লাগান। কিন্তু শুধু মুখে না লাগিয়ে, এবার থেকে একে গলায়ও লাগান।
কারণ আলু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তার সাথে শসা স্কিনকে ঠান্ডা করে এবং রোদে পোড়া কালো ভাবকে দূর করে।
উপকরণ
২ চামচ শসার রস ও ২ চামচ আলুর রস।
পদ্ধতি
আগে শসা ও আলু ভালো করে ব্লেন্ড করে নিন। এবার রস বার করে নিন। দুটো মিশিয়ে লাগান গলায় ও ঘাড়ে।
দুটো রস আলাদা আলাদাও লাগাতে পারেন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।
তারপর ধুয়ে ফেলুন। এটা রোজই করতে পারেন। তাহলে আরও তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। নাহলে সপ্তাহে তিন থেকে চারদিন করুন।
চন্দন ও গোলাপজল
এটা একটা অসাধারণ প্যাক গলা ঘাড়ের কালো ভাব দূর করতে। অসাধারণ কাজ করে। চন্দন ও গোলাপজল এমনিতেই গলা ও ঘাড়ের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
অন্য কোন দাগ থাকলে সেটাও তুলে দেবে। তাছাড়া স্কিন টোনকে হালকা করতেও এটা খুব উপকারি।
উপকরণ
চন্দন পাওডার ২ চামচ ও গোলাপজল ২ চামচ।
পদ্ধতি
চন্দন গুঁড়ো বাজারে পেয়ে যাবেন। চন্দন গুঁড়োর সাথে পরিমানমত গোলাপজল মেশান। ঘন পেস্ট তৈরি করুন।
এবার এই ঘন পেস্টটা গলায় ঘাড়ে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।
তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিনদিন করুন। খুব দ্রুত ভালো ফল পাওয়ার জন্য।
অ্যালোভেরা
অ্যালোভেরারও কিন্তু যেকোনো দাগকে তোলার ক্ষমতা রয়েছে। তাই এক্ষেত্রেও অসাধারণ কাজ করবে অ্যালোভেরা।
স্কিনকে ময়েশ্চারাইজড করবে। সেই সঙ্গে স্কিন টোন উজ্জ্বল করতে এর জুড়ি মেলা ভার।
উপকরণ
২ চামচ অ্যালোভেরা জেল।
পদ্ধতি
জাস্ট ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে গলা ও ঘাড়ে একটু ম্যাসাজ করুন। তারপর ওটা লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট মত। তারপর ধুয়ে ফেলুন।
এটা রোজ করতে পারেন। খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন। তবে সময় না থাকলে, সপ্তাহে দুই দিন করুন।
গোলাপজল
গোলাপজলের উপকারিতা তো আগেই বলেছি।
কিচ্ছু না, জাস্ট শুধু একটু গোলাপজল দিয়ে যদি রোজ গলা ঘাড় পরিষ্কার করেন, তাহলেও দেখবেন আস্তে আস্তে গলার কালো ভাব কেমন দূর হচ্ছে।
এর জন্য আগে বাজার থেকে উন্নত মানের গোলাপজল কিনে নিন।
উপকরণ
১ চামচ গোলাপজল ও তুলা।
পদ্ধতি
তুলায় করে গোলাপজল নিয়ে প্রতিদিন ঘাড় ও গলা পরিস্কার করুন। প্রতিদিন করুন। কালো ভাব অনেকটাই দূর হবে।
ব্যাস, এগুলো যেভাবে বলা আছে, সেইভাবে নিয়মিত করুন তো একমাস।
তারপর দেখবেন নিজেকে কতটা কনফিডেন্ট লাগছে। আর আপনার মেকআপও সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে স্কিন টোনের সাথে!