রাতে ঘুমানোর সময় নাইট ক্রিম মেখে ঘুমোনো যে আপনার অভ্যেস, তা তো আমরা জানিই।
কিন্তু আপনার মনে কখনও না কখনও নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, যে কেন ‘নাইট’ ক্রিম নাইট ক্রিম?
মানে কেন নাইট ক্রিম শুধুমাত্র রাতেই ব্যবহার করতে হয়, বা দিনে ব্যবহার করলে তার কী কী সমস্যা?
আজকে আপনার কৌতূহলের জবাব দিতে এলাম আমরা আমাদের আর্টিকল দিয়ে। জেনে নিন।
নাইট ক্রিম কী?
নাইট ক্রিম কিন্তু আসলে স্পেশালি ফর্মুলেটেড একটা ক্রিম, যা সাধারণত ব্যবহার করা হয় রাতেরই জন্য।
আপনার ত্বক যাতে সারারাত ধরে ময়েশ্চারাইজড থাকে, আর সক্কাল সক্কাল নরম, মোলায়েম মাখনের মতো হয়, নাইট ক্রিমের ফর্মুলায় থাকে তারই বন্দোবস্ত।
আর আপনার মুখে যদি বয়সের ছাপ, বলিরেখা ইত্যাদি পড়ে থাকে, তাহলে তাকে পাকাপাকি ভাবে দূর করার ব্যবস্থাও কিন্তু থাকে নাইট ক্রিমে।
কেন দিনের বেলা ব্যবহার করবেন না?
নাইট ক্রিমের ফর্মুলা কিন্তু খুবই রিচ আর হেভি ফর্মুলা। দিনের বেলা এমনিতেই আপনাকে রাস্তায় বের হতে হয়।
পলিউশন আর সূর্যের আলোতে সান ট্যান হতে আপনার বাধ্য। দিনের বেলা তাই আপনার এস.পি.এফ. যুক্ত হালকা ময়েশ্চারাইজার জাতীয় ক্রিম ব্যবহার করাই উচিত।
আর সকালবেলা বা রাস্তায় বেরোনোর সময় আপনি যদি নাইট ক্রিম ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ত্বক খুব তেলতেলে আর গ্রিজি লাগতে পারে।
আর নাইট ক্রিমের ওই হেভি ফর্মুলাতে কিন্তু ত্বকের ঘাম আর তেল জমে পোরস বন্ধ হয়ে যেতে পারে।
সূর্যের আলোতে ক্ষতি?
নাইট ক্রিমে থাকা উপাদান কিন্তু আপনার ত্বককে আদৌ সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে বাঁচাতে পারবে না।
উল্টো আপনার ত্বক আরও সেনসিটিভ হয়ে যেতে পারে। কারণ বেশির ভাগ নাইট ক্রিমে কিন্তু থাকে অ্যান্টি-এজিং উপাদান, যা ফটো-সেনসিটিভ।
ফলে সূর্যের আলোয় আপনি যদি নাইট ক্রিম মেখে বেরিয়ে পড়েন, তা কিন্তু আদতে আপনার ত্বকেরই ক্ষতি করবে।
আর অনেকসময় দেখবেন অনেক ক্রিমের গায়ে ‘ডে’ আর ‘নাইট’ দুই সময়েই ব্যবহার করার নির্দেশ দেওয়া থাকে।
তাই ব্যবহার করার আগে ইন্সট্রাকশন পড়ে নিন ভালো করে।
তবে হ্যাঁ, দিনের বেলায় কিন্তু এস.পি.এফ. যুক্ত ময়েশ্চারাইজার বা সান স্ক্রিন ব্যবহার করাই আপনার স্কিনের জন্য পারফেক্ট অপশন।
এবার রাতের জিনিস রাতেই ব্যবহার করুন আর দিনের জিনিস দিনে। দেখবেন এই কেয়ারে আপনার ত্বক থাকবে স্বাস্থ্যবান।