Search
Close this search box.

নাক থেকে চশমার দাগ তোলার সহজ উপায়

যাদের সবসময় চশমা পড়ে থাকতে হয়, তাদের একটা খুব সাধারণ সমস্যা হয়।

নাকের দুপাশে কালো দাগ পড়ে যায়। আর সেটা এত জেদি যে যেতেই চায় না।

আর কিছু করে একে ঢাকাও যায় না।

চলুন জেনে নিই নাকে বসে যাওয়া চশমার দাগ বা নথের দাগ তোলার ৪টি ঘরোয়া উপায়।

১. আলু, টম্যাটো বা শসা

২চামচ আলুর রস বা শসার রস বা টম্যাটোর রস।

তিনটি একসঙ্গেও ব্যবহার করতে পারেন বা আলাদা আলাদা ব্যবহার করতে পারেন।

একসঙ্গে ব্যবহার করলে তিনটির রস ১চামচ করে মিশিয়ে নিন। এবার এতে তুলো ভিজিয়ে চোখের ওপর রাখুন।

১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

২. অ্যালোভেরা জেল

পরিষ্কার তুলো ১চামচ অ্যালোভারা জেলে ডুবিয়ে দাগের ওপর লাগান।

চোখের চারপাশেও লাগাতে পারেন।

যদি চোখের চারপাশটা কালো হয়। সারারাত লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন।

তবে চোখের ভেতরে যেন চলে না যায়।

আর সারারাত সম্ভব না হলে, দুঘণ্টা করে লাগিয়ে রাখুন সপ্তাহে দু থেকে তিনদিন।

৩. লেবু

২চামচ লেবুর রসে তুলো ভিজিয়ে নিন।

এবার তা চোখের ওপর দিয়ে রাখুন।

১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে তিনদিন করুণ।

পরপর তিনদিন নয়। মাঝে গ্যাপ দিয়ে তিনদিন করুণ।

৪. গোলাপজল

পরিষ্কার তুলো নিয়ে ২চামচ গোলাপ জলে ভিজিয়ে রাখুন।

কিছুক্ষণ পর সেটা চোখের ওপর রাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এটা আপনি রোজ করতে পারেন তাড়াতাড়ি ভালো ফল পাবার জন্য।