Search
Close this search box.

খুশকি দূর করার অর্গানিক উপায়

ছেলে বা মেয়ে সবারই মাথায় খুশকির সমস্যা হতে পারে। খুশকির সময় মাথায় একটু বাড়তি যত্ন প্রয়োজন।

খুশকির সমস্যা দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। 

খুশকি দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। কারণ রাসায়নিক উপাদান মাথার ত্বকে ক্ষতি করতে পারে।

ঘরোয়া উপায়ে খুশকি দূর করার উপায়-

নারিকেল তেল ও লেবু

নারিকেল তেল ও লেবু খুশকি দূর করতে খুব ভালো কাজ করে।

দুই টেবিল-চামচ নারিকেল তেল ও সমপরিমাণ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন।

এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।

তবে  মাথার ত্বক সংবেদনশীল তাদের লেবু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

গ্রিন টি

গ্রিন টি ব্যাক্টেরিয়া-রোধী উপাদান সমৃদ্ধ এবং এটা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

তাই খুশকি কমাতে গ্রিন টি ব্যবহার করতে পারেন।

এক কাপ গরম পানিতে দুটা টি ব্যাগ ২০ মিনিট ধরে ডুবিয়ে রাখুন।

ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে ব্যবহার করে ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে তা চুল ধুয়ে নিন।

অ্যাপল সিডার ভিনেগার

খুশকির সমস্যা দূর করতে অ্যাপল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন।

সমপরিমাণ ভিনেগার ও পানি একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন।

১৫ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুবারের বেশি এটা ব্যবহার করা যাবে না।

অলিভ অয়েল

খুশকির সমস্যা দূর করতে জলপাই তেল বা অলিভ অয়েলের ব্যবহার নানা দেশে খুবই জনপ্রিয়।

নিয়মিত জলপাই তেল ব্যবহারে খুশকি কমে।

কারণ জলপাই তেল প্রাকৃতিকভাবেই ভালো ময়েশ্চারাইজার এবং ক্লিনজার হিসেবে কাজ করে বা ত্বকের আর্দ্রতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে।

মেথি-তেল

সাধারণ নারকেল তেলের সঙ্গে মেথি মিশিয়ে কয়েকদিন বোতলে রেখে দিন।

নিয়মিত এই মেথি মেশানো তেল মাখুন মাথায়। রাতে মেখে সকালে ধুয়ে ফেলুন।

এভাবে নিয়মিত ব্যবহারে মাথার চুল ও ত্বক দুইই ভালো থাকবে। খুশকি থেকেও রেহাই পাবেন।