Search
Close this search box.

ত্বক পরিস্কার করবে পেঁপের ৪টি ফেসপ্যাক

অনেক কিছু ব্যবহার করে হতাশ হয়েছেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গিয়ে? তাহলে ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে পেঁপের সাহায্য নিন। কীভাবে? জেনে নিন ধাপে ধাপে।

পেঁপে, শশা ও কলার ফেসপ্যাক 

উপকরণ

১/৪ কাপ পাকা পেঁপেরও টুকরো, অর্ধেক শসা, ১/৪ কাপ পাকা কলার টুকরো।

যেভাবে ব্যবহার করবেন  

শসার কয়েক পিস টুকরো কলার কয়েকটি টুকরো ও পরিমাণ মতো পেপের সাথে ব্লেন্ডারে মিশিয়ে নিন। পেস্টটি এবারে মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন।

এরপর হালকা উষ্ণ গরম জলে মুখ পরিশকার করে নিন। তারপর শেষে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

প্রতি সপ্তাহে একবার করে আপনি এইভাবে মুখ পরিষ্কার করতে পারেন।

পেঁপের ফেসপ্যাক

উপকরণ

কয়েক টুকরো পাকা পেঁপে

যেভাবে ব্যবহার করবেন  

পেঁপের কয়েকটি টুকরো নিয়ে সেটিকে ভালো করে পেস্ট করে নিন। মিশ্রনটি মুখে ১০ মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যাবহার করতে পারেন।

পেঁপে ও টম্যাটোর ফেস প্যাক

উপকরণ

পেঁপের টুকরো ও অর্ধেক টম্যাটো।

যেভাবে ব্যবহার করবেন  

ব্লেন্ডারের মধ্যে কয়েক টুকরো পাকা পেঁপে ও টম্যাটোর আধখানা অংশ দিয়ে সেটাকে  ভালো করে মিশিয়ে নিন

মিশ্রণটিকে একই ভাবে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

পেঁপে ও মধুর ফেস মাস্ক 

উপকরণ

হাফ কাপ পাকা পেঁপে, দুই চা চামচ দুধ, এক চামচ মধু।

যেভাবে ব্যবহার করবেন  

প্রথমে পেঁপে কয়েক টুকরো করে কেটে নিন। পরিমাণ মতো কাটা পেঁপে গুলোকে পেস্ট করে নিন।

এবারে এই পেস্টের মধ্যে পরিমাণও মতো দুধ ও মধু মিশিয়ে দিন। পেস্টটি এবারে মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন।

৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।