Search
Close this search box.

নিখুঁত আইশ্যাডো প্রয়োগের কিছু কার্যকরী পদ্ধতি

চোখের মেকআপ বলতে একসময় ছিল শুধু কাজলের রেখা।

আজ সেখানে জায়গা করে নিয়েছে আই লাইনার, মাস্কারা, আইশ্যাডো, আরও কত কী!

তবে যাদের নিয়মিত মেকআপের অভ্যেস নেই, আইশ্যাডো পরতে গিয়ে তারা অনেক সময়ই ঝামেলায় পড়েন।

কখনও রং বেশি গাঢ় হয়ে যায়, কখনও বা ঠিকমতো ব্লেন্ড হয় না, কখনও চোখের খাঁজে বিশ্রীভাবে জমে থাকে!

ফলে মাটি হয় গোটা সাজটাই!

আপনিও কি আইশ্যাডো পরতে গিয়ে একই সমস্যায় পড়েন?

তাহলে মাথায় রাখুন আইশ্যাডো পরার কিছু নিয়ম।

তাতে ভবিষ্যতে আইশ্যাডো পরা অনেকটাই সহজ হয়ে যাবে।

আইশ্যাডো পরার আগে মাথায় রাখুন

১) আপনি কী ধরনের আইশ্যাডো পরছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে।

ক্রিম আইশ্যাডো হলে চোখের পাতায় ব্রাশ দিয়ে বা আঙুল দিয়ে লাগিয়ে নিন।

অভ্যেস না থাকলে ব্রাশের চেয়ে আঙুল দিয়ে লাগাতেই সুবিধে হবে।

তারপর পরিষ্কার ব্রাশ বা অন্য আঙুল দিয়ে বাড়তি রংটুকু মুছে ফেলুন।

২) ব্রাশ দিয়ে আইশ্যাডো পরছেন? হাতের কাছে অন্তত তিনটে ব্রাশ থাকা চাই।

একটা ব্রাশ দিয়ে পরবেন, অন্যটা দিয়ে বাড়তি শ্যাডো ঝেড়ে ফেলবেন আর তিন নম্বরটা দিয়ে ব্লেন্ড করবেন।

৩) চোখের মেকআপ শুরু করার আগে চোখের চারপাশ পরিষ্কার করে নিন।

পুরোনো কাজল বা মেকআপের অবশেষ যেন থেকে না যায়।

মাইসেলার ওয়াটারে তুলো ভিজিয়ে চোখের চারপাশ কোমলভাবে মুছে নিন।

তারপর চারপাশে আই ক্রিম লাগিয়ে পাঁচ-সাত মিনিট অপেক্ষা করুন, তারপর শুরু করুন আই মেকআপ।

৪) আইশ্যাডো পরার আগে শুরুতেই উপরের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিন। তাতে শ্যাডো ঠিকমতো সেট করবে।

প্রাইমার লাগানোর পর চোখ বন্ধ করে তা সম্পূর্ণ শুকোতে দিন। তারপর আইশ্যাডো পরা শুরু করুন।

৫) পাউডার আইশ্যাডো পরছেন? মাঝারি থেকে বড়ো ব্রাশ দিয়ে শ্যাডো লাগান।

তাতে ব্লেন্ডিং ভালো হবে, খুব নরম মায়াবী একটা লুক পাবেন।

৬) স্মোকি আই মেকআপ করতে চাইলে আগে চোখের মেকআপ করে নিন,

তারপর বাকি মুখের বেস তৈরি করুন। আগে চোখের মেকআপটা করে নিলে মুখে শ্যাডো ঝরে বেস নষ্ট হবে না।

৭) চোখের মেকআপ করার সময় চোখের নিচের অংশে ডিসপোজেবল আই প্যাচ লাগিয়ে নিতে পারেন।

তাতেও যে কোনওরকম স্পিলওভার থেকে বাঁচতে পারবেন।

৮) চোখের নিচের পাতায় স্মোকি মেকআপ করতে চান? ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন, রং ভালো ফুটবে।

৯) ক্রিম বা লিকুইড আইশ্যাডোর সঙ্গে পাউডার আইশ্যাডো মিশিয়েও পরতে পারেন।

সে ক্ষেত্রে আগে লিকুইড বা ক্রিম শ্যাডো পরুন, তারপর উপরে পাউডার শ্যাডো বুলিয়ে নিন।

পাউডার শ্যাডো উপরে থাকলে চোখের মেকআপ অনেকক্ষণ ঠিকঠাক থাকবে।