Search
Close this search box.

প্রোডাক্ট এর এক্সপায়ার ডেইট ও বারকোড চেক করবেন যেভাবে

অনলাইন থেকে পণ্য কেনার পর, অনেকেই চিন্তায় থাকেন পণ্যটি আসল কিনা।

কিংবা এর মেয়াদ উত্তীর্ণের তারিখটি ঠিকঠাক আছে কিনা।

গ্ল্যামোজেন থেকে পণ্য নেয়ার পরেও আমরা এমন অনেক গ্রাহকদের কাছ মেসেজ পেয়েছি; যারা পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বারকোড চেক করা নিয়ে উদ্বিগ্ন থাকেন।

আপনাদের এই চিন্তা দূর করার জন্যেই আমাদের এই চেষ্টা। 

যেহেতু গ্ল্যামোজেনের প্রতিটি পণ্যই ইম্পোর্টেড তাই আমরা আমাদের গ্যারান্টি দিতে পারি।

এই প্রোডাক্টগুলো আমরা কোম্পানির কাছে ইম্পোর্টের মাধ্যমে যেভাবে পাই, সেভাবেই আপনাদের বুঝিয়ে দেই।

এতে বিন্দু পরিমাণ ভেজাল নেই। 

প্রোডাক্ট এর মেয়াদ উত্তীর্ণের তারিখ চেক করার পদ্ধতি

এখন প্রোডাক্ট হাতে নেয়ার পরে অনেকে এক্সপায়ার ডেইট খুঁজে পান না।

এখানে দেয়া ছবিটি লক্ষ্য করুন।

আর আপনার কাছে UK/US এর কোনো প্রোডাক্ট কেনা থাকলে মিলিয়ে দেখুন।

দেখবেন এই সাইনগুলোর সাথে ম্যাচ করে এরকম সাইন প্রোডাক্টের পেছন সাইডে কোথাও না কোথাও আছে।

আর এর মানে হচ্ছে প্রোডাক্টটি আপনি যেদিন ওপেন করেছেন ঐদিন থেকে “এত” মাস এটি ব্যবহার করতে পারবেন। 

এই সাইনের মধ্যে যদি 12M লেখা থাকে তাহলে প্রোডাক্টটি ওপেন করার পর ১২ মাস মানে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ, যত M লেখা থাকবে তত মাস ব্যবহার করতে পারবেন।

অনেকের হয়তো মনে থাকে না যে কবে ওপেন করা হয়েছিলো।

সেক্ষেত্রে ওপেনিং এর তারিখটা একটা মার্কার পেন দিয়ে প্রোডাক্টের গায়ে মার্ক করে রাখতে পারেন। 

প্রোডাক্ট এর বারকোড চেক করার পদ্ধতি

এবার আসি, বারকোড চেক করা প্রসঙ্গে।

এখানে দেয়া ছবিটি লক্ষ্য করুন।

অনেকেই বারকোড স্ক্যান করে কোনো রেজাল্ট না পেয়ে মন খারাপ করে ফেলেন সাথে সাথে।

আপনাদের জন্য রয়েছে সহজ সমাধান। অনেক সময় স্ক্যানারে সব প্রোডাক্টের কোড শো করে না।

এক্ষেত্রে, প্রোডাক্টের গায়ে থাকা বারকোডটি সরাসরি গুগলে লিখে সার্চ করুন।

প্রোডাক্টের কোম্পানি থেকে বিস্তারিত রেজাল্ট দেখতে পাবেন। ব্যাস, হয়ে গেলো সমাধান।

আপনাদের বোঝার সুবিধার্থে পুরো প্রসেসের ছবি দেয়া হয়েছে।

মিলিয়ে দেখুন।

রইলো কিছু পরামর্শ

এই পরামর্শগুলো যে শুধু আমাদের থেকে কিনলেই আপনাদের কাজ দিবে ব্যাপারটা এমন না।

আপনি যতবার যেখান থেকেই কোনো প্রোডাক্ট কিনবেন, ততবার এই পরামর্শগুলো আপনার কাজে দিবে।  

তবে আপনাদের উদ্দেশ্যে আমাদের আরও কিছু পরামর্শ রইলো।

ইন্টারনেটের যথাযোগ্য ব্যবহার করতে হবে আপনাকে।

কোনো মুখরোচক বিজ্ঞাপন কিংবা অফারে আকৃষ্ট না হয়ে, প্রথমেই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সম্পর্কে গুগল করুন।

জানার চেষ্টা করুন- এটা ভালো ব্র্যান্ডের কিনা, কিংবা এর রিভিউগুলো কেমন, আপনার ত্বকের ধরনের সাথে মানানসই কিনা সেটাও জানার চেষ্টা করুন।  

এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, কোনো প্রোডাক্ট ব্যবহার করার পর যদি আপনার শরীরে অ্যালার্জিক রিএকশন দেখা দেয় তবে সেটি সাথেসাথে ব্যবহার করা বন্ধ করে দিন।

ভালো কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

অনেক সময়, অনেক প্রোডাক্টই অনেকের স্কিনে স্যুট করে না।

আরেকটি জরুরি ব্যাপার হচ্ছে, অনলাইনে ব্যঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীরা।

এদের ভয়াল থাবা থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে।

তাই হাতের কাছে “কম দামে পেলাম আর কিনে ফেললাম” জাতীয় ভাবনা থেকে বেরিয়ে আসুন।

ভালো মানের, ভালো দামের পণ্য ব্যবহার করুন। নিজের শরীর নিয়ে হেলাফেলা করবেন না। 

এ কারণেই আমরা ভালো ব্র্যান্ডের পণ্য কিনতে উৎসাহ দিয়ে থাকি।

যাদের নিজেদের কোনো পরিচয় নেই- এমন কারো কাছ থেকে পণ্য কিনবেন না।

গ্ল্যামোজেন সম্পর্কে কিছু কথা

আমরা আমাদের পরিচয় বরাবরই স্পষ্ট করে তুলে ধরেছি আপনাদের কাছে।  

গ্ল্যামোজেন শুধু কোনো শুধু কোনো ফেসবুক পেইজ কিংবা গ্রুপ নয়। এটি একটি নিবেদিত প্রাণ প্রতিষ্ঠান।

গ্ল্যামোজেন সম্পর্কে আপনাদের পরিস্কার ধারণা থাকা প্রয়োজন।

তাহলে গ্ল্যামোজেন থেকে প্রোডাক্ট নেয়ার সময় আপনি শতভাগ নিশ্চিন্ত থাকতে পারবেন। 

গ্ল্যামোজেন একটি ই-কমার্স বেইজড ব্র‍্যান্ডেড কসমেটিকস সাপ্লাই চেইন এবং বিউটি ব্লগ।

আমাদের নিজস্ব অফিস এবং ওয়্যারহাউজ রয়েছে।

গ্ল্যামোজেন এর ই-কমার্স ভিত্তিক ওয়েবসাইট আছে; যার মাধ্যমে আমরা নিয়মিত অথেনটিক ব্র্যান্ড প্রোডাক্ট সাপ্লাই করে যাচ্ছি। 

পাশাপাশি  গ্ল্যামোজেন এর কাছ থেকে পাবেন বিউটি এক্সপার্ট দ্বারা ফ্রী পরামর্শ।

এছাড়া গ্ল্যামোজেন শপ পেইজে কাস্টমার রিভিউ প্রকাশ করা হয় নিয়মিত।

সেখান থেকে আপনি গ্ল্যামোজেন র সার্ভিস সম্পর্কে ধারণা নিতে পারেন।

এবং কাস্টমার সাপোর্ট এর জন্য গ্ল্যামোজেন এর ফেসবুক গ্রুপ থেকেও যাচাই করে নিশ্চিত হতে পারেন।     

আমাদের Beauty Blog হচ্ছে— http://glamozen.com/

এখানে একদম ফ্রী’তে থাকছে আপনাদের জন্য বিউটি এবং হেলথ টিপস্, ইন্সট্যান্ট স্টাইলিং, মেকআপ, ফ্যাশন ট্র্যাকার, লাইফ স্টাইল, রেসিপি, নারী স্বাস্থ্যসহ নানা প্রয়োজনীয় আয়োজন।

তাই নিয়মিত গ্লামোজেন ব্লগে ভিজিট করুন।

আমাদের Online Shop হচ্ছে— http://shop.glamozen.com/

এখানে পাচ্ছেন বেস্ট অফারে সুলভ মূল্যে অথেনটিক প্রোডাক্ট ক্রয়ের নিশ্চয়তা।

আমাদের কাছ থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ড এর একদম ইম্পোর্টেড, ইনটেক এবং অথেনটিক প্রোডাক্ট পার্চেস করতে পাবেন।

অবশ্যই যাচাই বাছাই করে নিশ্চিত হবার সুবিধা থাকছে।

তাই নিশ্চিন্তে গ্ল্যামোজন শপ থেকে শপিং করুন।

Beauty by Glamozen https://www.facebook.com/groups/glamozen

এটি হচ্ছে  গ্ল্যামোজেন এর কাস্টোমার কেয়ার ফেসবুক গ্রুপ।

এখানে আপনার কোনো জিজ্ঞাসা, রিভিউ/অভিজ্ঞতা কিংবা কমপ্লেইন জানাতে পারবেন অনায়াসে। 

নিবেদিত প্রাণ Glamozen Team আপনার প্রয়োজন মেটানোর যথাসাধ্য চেষ্টা করবে।

কাইন্ডলি গ্ল্যামোজেন শপের ফেসবুক পেইজে ইনবক্স করুন।

অথবা, সরাসরি কল করতে পারেন 01404-042020 এই নাম্বারে। 

আশাকরি, প্রোডাক্টের এক্সপায়ার ডেইট এবং বারকোড চেক করার পদ্ধতি এবং আনুসাঙ্গিক বিষয় সম্পর্কে একটা পরিস্কার ধারণা দিতে পেরেছি।

আপনাদের নিয়েই কিন্তু আমাদের সকল আয়োজন।

আমরা সবসময় আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো।

এই পথচলায় আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।