Search
Close this search box.

কাঁচা হলুদের ফেস প্যাক ব্যবহার করুন আর পান উজ্জ্বল ত্বক

বাজারের হাজার একটা প্রোডাক্ট ব্যবহার করেও স্কিনের ন্যাচারাল জেল্লা ফিরিয়ে আনা যায় না।

কিন্তু যদি বারোমাস ত্বকের জেল্লা ধরে রাখতে চান, তাহলে অবশ্যই ব্যবহার করুন কাঁচা হলুদ।

দুটি টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ১০০% ভালো ফল পাবেন।

তবে কাঁচা হলুদে অ্যালারজি থাকলে এটি ব্যবহার করবেন না।

প্রথম টিপস

রোজ সকালে ঘুম থেকে উঠে, মুখ ধুয়ে একটি কাঁচা হলুদ গুঁড়ের সাথে খান। চাইলে শুধু কাঁচা হলুদও খেতে পারেন।

এটি আপনার শরীরের রোগ জীবাণু দূর করার সাথে সাথে, স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। যা কোন ক্রিম করে উঠতে পারবে না।

দ্বিতীয় টিপস

কাঁচা হলুদের ফেসিয়াল করুন রোজ বা সপ্তাহে তিনদিন। কাঁচা হলুদ ও নিমপাতা একসাথে পেস্ট করে রোজ স্নানের একঘণ্টা আগে মাখুন।

মুখে ও চাইলে সারা গায়ে এই প্যাকটি মাখতে পারেন। এই প্যাকটি স্কিনের ময়লা দূর করে সহজেই। আর স্কিনকে গ্লো করে নিমেষে।

নিয়মিত একমাস এটি ব্যবহার করুন আর পান ন্যাচারাল জেল্লা।