Search
Close this search box.

এজমা থেকে বাঁচার উপায়

আবহাওয়া পরিবর্তনের ফলে বছরের যে কোনো সময়েই এজমা সমস্যা বাড়তে পারে।

এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত। 

তবে কিছু প্রাকৃতি উপাদান রয়েছে, যা দিয়ে ঘরোয়া উপায়ে আপনি এ রোগ থেকে সুরক্ষিত থাকতে পারেন। 

আসুন জেনে নিই কী করবেন?

আদা

এক টুকরো আদা পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন।

এর পর ঠাণ্ডা করে খেয়ে নিন।

শুধু হাঁপানি নয়, সর্দি-কাশির সমস্যাও উপকার পাবেন।

রসুন

এক কাপ দুধের মধ্যে ৪ কোয়া রসুন ফেলে ফুটিয়ে ঠাণ্ডা করে খেয়ে নিন।

ফুসফুসের যে কোনো রোগ তা খুবই উপকারী।

মধু

এজমা সমস্যায় খেতে পারেন মধু।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ চামচ মধুর সঙ্গে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে খেতে পারলে শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে।

এজমা ছাড়া সর্দি-কাশিতেও এই মিশ্রণ খুবই উপকারী।

পেয়াজ

পেঁয়াজ আমাদের নাসাপথকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

শ্বাসকষ্ট দূর করতে কাটা পেঁয়াজ খেয়ে দেখতে পারেন।

লেবু

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট।

এক গ্লাস পানির মধ্যে লেবুর রস এবং সামান্য চিনি দিয়ে রোজ খেয়ে দেখতে পারেন।

এজমার কষ্ট অনেক কম হবে।