Search
Close this search box.

মেকআপ এর আগে ত্বকের যত্ন

গরমকালে মেকআপ করার ঝামেলা অনেক।

আবহাওয়া থাকে গরম।

ফলে দীর্ঘ সময় মুখে মেকআপ থাকলে তা গলে সাজসজ্জা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

এ জন্য সাজগোজের আগে কিছু বিষয় খেয়াল করা জরুরি, যাতে আপনার মেকআপ হয়ে উঠতে পারে আরও নিখুঁত, আরও সুন্দর।

সঠিকভাবে মেকআপ করুন যাতে যে কোনো উৎসবে থাকতে পারেন তরতাজা।

অপরিষ্কার চেহারা

মেকআপ করার আগে ত্বক পরিষ্কার করে নেওয়া জরুরি।

না হলে ত্বকের ওপর জমে থাকা ময়লা মেকআপকে ত্বকের ওপর থেকে আলাদা করে ফেলে।

সহজভাবে বললে, ত্বকের ওপর মেকআপ ভালোভাবে বসতে পারে না।

মেকআপ করা যেন অনেকটা ক্যানভাসে রং করার মতোই।

ক্যানভাসে ময়লা থাকলে সেখানে ছবি আঁকাই তো বৃথা।

এ কারণেই ত্বকের ঘাম ও ময়লা ধুয়ে-মুছে নিন ভালোভাবে।

ত্বক তৈলাক্ত হলে টি জোন অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিন।

ময়েশ্চারাইজ

মেকআপ লাগানোর আগে ত্বকে ক্রিম লাগানো আবশ্যক এবং তা অবশ্যই পরিষ্কার ত্বকে।

ত্বক খসখসে হয়ে থাকলে মেকআপ না বসার সম্ভাবনাই বেশি।

মুখে ও গলায় ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।

এতে করে তিনটি কাজ হবে। ত্বক ভেতর থেকে নরম হবে।

মসৃণ ত্বকের ওপর মেকআপ ভালোভাবে বসবে।

পাশাপাশি ক্রিমের কারণে লোমকূপের ভেতরেও মেকআপ ঢুকবে না।

ফলাফল মেকআপ অনেকক্ষণ থাকবে।

মেকআপ প্রাইমার

মেকআপ প্রাইমার ব্যবহার ত্বককে মসৃণ করে এবং মেকআপ নেওয়ার জন্য প্রস্তুত করে তোলে।

মনে করুন মেকআপের জন্য যে বেজটা আমরা নিই, এটা হলো তার বেজ।

প্রাইমার ফাউন্ডেশনটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে।

যদি আপনি মনে করেন যে আপনার মেকআপ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, তাহলে ভালো মনের প্রাইমার কেনার সময় চলে এসেছে।

সেটিং স্প্রে

সেটিং স্প্রে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে পাশ্চাত্যে।

এটি ব্যবহারে মেকআপ ফেটে যায় না, মলিন হয় না, গলে যায় না।

বেজ, লিপস্টিক, চোখের মেকআপ অনেকক্ষণ ধরে রাখার জন্য সেটিং স্প্রে ভালো কাজ করে।