Search
Close this search box.

সহজ উপায়ে প্রতিদিনের সাজের টিউটোরিয়াল

অফিস হোক কিংবা ভার্সিটি, বা এমনি বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হওয়া— যেখানেই যান না কেনো, নিজেকে পরিপাটি করে যাওয়াই উচিত।

যতো গরম বা ঠান্ডাই থাকুক না কেনো, আর যতো ঝেঁপেই বৃষ্টি পড়ুক না কেনো, রেডি তো আপনাকে থাকতেই হবে।

এটা তো প্রতিদিনের রুটিন। তাই গ্ল্যামোজেন নিয়ে এলো ডেইলি মেকআপ টিউটোরিয়াল।

প্রথমেই মুখটি ভালোভাবে ধুয়ে নিন। ভালো কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন।

মুখ শুকিয়ে নিয়ে টোনার অ্যাপ্লাই করুন। এরপর ময়েশ্চারাইজ করুন।

ত্বকে যদি ওপেন পোরস থাকে তাহলে ইন্সট্যান্ট পোর ইরেজার ব্যবহার করুন।

মুখে যদি দাগ বা ডার্ক সার্কেল থাকে তাহলে কনসিলার ব্যবহার করতে পারেন। এরপর ফাউন্ডেশন দিয়ে ভালোমতন ব্লেন্ড করে নিন।

মনে রাখবেন, ফাউন্ডেশন হলো মেকআপ এর বেস।

তাই বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ দিয়ে যত্ন নিয়ে মেকআপ করুন।

ফাউন্ডেশনের উপর বিবি পাউডার ব্যবহার করতে পারেন। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো।

ইন্সট্যান্ট ত্বকের অয়েলি ভাব দূর করে, সান প্রোটেকশন হিসেবে কাজ করে, ত্বকের মলিনতা কমিয়ে আনে এবং দেয় গ্লোয়িং লুক, কাজ করে লুজ পাউডারের মতো।

এরপর ব্লাশ দিয়ে রাঙিয়ে নিন আপনার মুখ। আইলাইনার ব্যবহার করে আকর্ষনীয় করে তুলুন চোখ জোড়া।

চাইলে মাশকারার কামাল দেখাতে পারেন। মেকআপ শেষ করার পর মেকাপ সেটিং স্প্রে দিয়ে পুরো মুখে স্প্রে করে নিন।

সতর্কভাবে, চোখ বন্ধ করে কমপক্ষে ১ ফুট দূরত্ব থেকে ত্বকে স্প্রে করা উচিত।

এতে মেকআপ লং লাস্টিং হবে এবং সারাদিন মেকআপ ঠিক থাকবে।

যাদের ড্রাই স্কিন, তারা মেকআপ শুরু করার আগে মুখে সেটিং স্প্রে কয়েকবার স্প্রে করে নিলে স্কিন হাইড্রেটেড হবে এবং মেকআপ সুন্দর বসবে।

পছন্দসই লিপস্টিক ব্যবহার করে শেষ করুন আপনার মেকআপ এর ডেইলি রুটিন। ব্যাস, হয়ে গেলো সহজ উপায়ে প্রতিদিনের মেকআপ।