নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আমরা যা যা ব্যবহার করি, সেগুলোর বেশির ভাগই রাসায়নিক।
ফলে ব্যবহারের পর সেগুলোকে সঠিকভাবে তুলে ফেলতে হয়, নইলে ত্বকের ক্ষতি হয়।
সঠিকভাবে মেকআপ না তুললে- বলিরেখা, রিংকেলস বা চামড়ায় ভাজ পড়ে যায় ধীরে ধীরে।
বেশি ঘষে ঘষে কিংবা তাড়াহুড়া করে মেকআপ তুলবেন না। আস্তে আস্তে আলতোভাবে মেকআপ তুলুন।
মেকআপ তোলার জন্য তেল ব্যবহার করাটা বিধিসম্মত নয়। ক্লিনজিং ওয়াটার দিয়ে ভিজিয়ে কটন প্যাড ব্যবহার করুন।
মেকআপ শুধু পানিতে পরিস্কার হয় না। খালি চোখে দেখা না গেলেও চামড়ার উপর মেকআপের অংশবিশেষ রয়ে যায়।
ফলে ত্বকে ইনফেকশন হবার সম্ভাবনা থাকে। তাই ক্লিনজার ব্যবহার করাটা খুবই জরুরি।
খেয়াল রাখবেন, মেকআপ ঠিকমতো না তুলে কখনোই ঘুমাতে যাবেন না।
ত্বকের যত্নে সঠিকভাবে মেকআপ তোলাটা খুবই গুরুত্বপূর্ণ।