Search
Close this search box.

ফিটকিরির অবাক করা কিছু উপকারিতা

ফিটকিরি এক প্রকার স্বচ্ছ কাচের মতো পদার্থ।

এটার স্বাদ কিছুটা মিষ্টি দেখতে খুব শুষ্ক।

এটার বৈজ্ঞানিক নাম পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট।

এটা সাধারণত দুই ধরণের রঙের দেখতে পাওয়া যায়। 

একটি হচ্ছে লাল রঙের আর অন্যটি সাদা রঙের হয়ে থাকে।

আমরা সাদা রঙের ফিটকিরি নিয়ে কথা বলবো। 

সাধারণত পানি বিশুদ্ধ করতে ফিটকিরি ব্যবহার করা হয়।

কিন্তু আমাদের ত্বক ও চুলের জন্য এটা কতটুকু উপকারী তা অনেকেই জানি না। 

ফিটকিরির উপকারিতা 

ফেসিয়াল হেয়ার কমাতে

ফিটকিরি ফেসিয়াল হেয়ার কমাতে খুবই উপকারী।

ফিটকিরি আমাদের ত্বকের ফেসিয়াল হেয়ারের ফলিকগুলো দুর্বল করে করে দেয়।

যার ফলে হেয়ার গ্রো হতে সময় লাগে ও গ্রোথ কমে আসে। 

প্রয়োজনীয় উপকরণ 
  • ফিটকিরি
  • গোলাপজল
যেভাবে ব্যবহার করবেন 
  • আস্ত ফিটকিরি একটি প্যানে তাপ দিয়ে গলিয়ে নিন। সেটা একটু শক্ত হতে দিন।
    শক্ত হওয়ার পর এটা হামান দিস্তায় ছেঁচে নিন ভালোভাবে। একদম চূর্ণ করে ফেলুন। 
  • এবার একটি খালি বাটিতে হাফ টেবিলচামচ এই গুড়া নিয়ে নিন। 
  • এর সাথে অ্যাড করুন অল্প পরিমাণে গোলাপজল। যাতে করে একটি ঘন পেস্ট তৈরি হয়।
  • আপনার প্যাক রেডি। এবার আপনি থ্রেডিং করার পর ত্বকে অ্যাপ্লাই করার পালা। 
  • একটি তুলোর বলের সাহায্যে সম্পূর্ণ ত্বকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিন।
    ১০/১২ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

এই পদ্ধতিতে সপ্তাহে ২ বার ব্যবহার করতে হবে। এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে ন। 

সানবার্ন বা রোদে পোড়া দাগ দূর করতে

ফিটকিরিতে উপস্থিত কিছু উপাদান আমাদের ত্বকে রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে।

প্রয়োজনীয় উপকরণ 
  • ফিটকিরি
  • অ্যালোভেরা জেল
যেভাবে ব্যবহার করবেন 
  • একটি বাটিতে হাফ টেবিলচামচ ফিটকিরি গুড়া নিয়ে নিন।
  • এতে অ্যাড করুন এক টেবিলচামচ অ্যালোভেরা জেল।
  • দুইটি উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
    এবার এই মিক্সারটি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 
  • ঠান্ডা হওয়ার পর বের করে নিন।
    এবার ত্বকে বা হাতে পায়ের পোড়া দাগের উপর একটি ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করুন।
  • ১০/১৫ মিনিট রাখুন। তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

ডিওডেরেন্ট হিসেবে

ফিটকিরি বা এর গুড়া শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

ফিটকিরিকে প্রাকৃতিক ডিওডোরেন্ট বলা হয়। 

প্রয়োজনীয় উপকরণ 
  • ফিটকিরি 
  • পানি
যেভাবে ব্যবহার করবেন 
  • আস্ত ফিটকিরি নিন। সেটা অল্প করে পানির মাধ্যমে ভিজিয়ে নিন।
  • ভিজানো হয়ে গেলে সেটা আপনার আন্ডারআর্মসে ভালোভাবে ঘষুন। 
  • ২ মিনিট পর্যন্ত ঘষার পর সেটা রেখে দিন। কিচ্ছুক্ষণ পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

মুখের দুর্গন্ধ দূর করতে ও দাতেঁর ব্যথা উপশম করতে

ফিটকিরিতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। যা দাতেঁর রোগ সারাতে কাজ করে।

এটি মুখের দুর্গন্ধ দূর করতেও সমান উপযোগী। 

প্রয়োজনীয় উপকরণ 
  • গরম পানি
  • ফিটকিরি
যেভাবে ব্যবহার করবেন 
  • একটি গ্লাস বা জগে গরম পানি নিন। 
  • তাতে এক টেবিলচামচ ফিটকিরি গুড়া অ্যাড করুন। 
  • এই দুইটি উপাদান খুব ভালোভাবে মিক্স করুন। 
  • প্রতিদিন এই পানি দিয়ে কুলকুচি করে নিতে হবে।
    তাহলে সমস্যা সমাধান হবে খুব শীঘ্রই। 

পোর মিনিমাইজ করতে

পোর মিনিমাইজ করতে ফিটকিরি খুবই উপকারী। 

তাছাড়া ছোট ছোট ব্রণ ত্বকে দেখা দিলে এই একই উপায়ে সেটাও দূর করা সম্ভব। 

প্রয়োজনীয় উপকরণ 
  • ফিটকিরি গুড়া
যেভাবে ব্যবহার করবেন 
  • একটি বাটিতে হাফ টেবিলচামচ ফিটকিরি গুড়া অ্যাড করুন। 
  • অল্প পরিমাণে পানি মিশিয়ে নিন। যাতে ঘন পেস্ট এর মত হয়। 
  • পোরস এর উপর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করুন।
  • আর ছোট ছোট একনে থাকলে সেক্ষেত্রে সেটার উপর ও ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করুন। 

সপ্তাহে ২/৩ বার ব্যবহার করতে পারেন। প্রতিদিন ব্যবহারে করা যাবে না।  

বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে

ত্বকে ফাইন লাইন বা রিংকেলস দেখা দিলে ফিটকিরি গুড়া কাজে আসবে।

খুবই সহজলভ্য এই ফিটকিরি গুড়া ত্বকের বলিরেখা দূর করে টানটান করতে সাহায্য করবে। 

প্রয়োজনীয় উপকরণ 
  • ফিটকিরি গুড়া 
  • গোলাপজল 
যেভাবে ব্যবহার করবেন  
  • প্রথমে আপনার ত্বক নরমাল পানি দিয়ে ভিজিয়ে নিন। 
  • ফিটকিরি গুড়া গোলাপজলের সাথে মিক্স করে নিন।
    ভালোভাবে মিক্স করে সম্পুর্ন ত্বকে অ্যাপ্লাই করে নিন। 
  • ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 

পা ফাটা রোধ করে

ফিটকিরি পা ফাটা রোধ করতে খুবই উপকারী।

এটা গরমে বা শীতে আমাদের পা ফাটা রোধ করে মসৃণ ও নরম করে তুলবে।

প্রয়োজনীয় উপকরণ 
  • ফিটকিরি 
  • পেট্রোলিয়াম জেল/ সরিষার তেল 
যেভাবে ব্যবহার করবেন 
  • একটি বাটিতে এক চামচ পরিমাণ ফিটকিরি গুড়া নিয়ে নিন।
  • এতে অ্যাড করুন এক টেবিলচামচ পেট্রোলিয়াম জেলি বা সরিষার তেল।  
  • খুব ভালোভাবে মিক্স করে আপনার পায়ের গোড়ায় লাগিয়ে নিন।
    হাত দিতে ফাটা এরিয়ায় ঘষুন। 

একদিন পর পর এইভাবে ব্যবহার করলে খুব শীঘ্রই ফাটা পা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। 

অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে

গরমে যারা অতিরিক্ত ঘেমে যান তাদের জন্য ঘাম অস্বস্তিকর হতে পারে।

ঘামের কারণে ত্বক অক্সিডাইজ হয়ে চেহারার অবস্থা খারাপ হয়ে যায়।

এই সমস্যা সমাধানে ফিটকিরির অন্যথা আর কিছু নেই। 

প্রয়োজনীয় উপকরণ 
  • পানি
  • ফিটকিরি 
  • যেকোনো এসেন্সিয়াল অয়েল 
যেভাবে ব্যবহার করবেন 
  • গোসলের সময় এক বালতি পানিতে ২/৩ টেবিলচামচ ফিটকিরি গুড়া অ্যাড করে নিন। 
  • পানিতে ভালোভাবে মিক্স করে নিন।
    এর মধ্যে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল অ্যাড করুন। 
  • ভালোভাবে মিক্স করে নিন। 
  • গোসলের সময় এই পানি ব্যবহার করুন। গায়ে এই পানি ঢালুন।
    গোসলেও স্বস্তি পাবেন আর অতিরিক্ত ঘাম থেকেও রেহাই পাওয়া যাবে। 

কাটা বা ব্যথাযুক্ত জায়গায় ফিটকিরির ব্যবহার

শরীরের কোনো অংশ কেটে গেলে বা চামড়া ছিলে গেলে ফিটকিরি ব্যবহার করা হয়।

ফিটকিরিতে রয়েছে এন্টিসেপ্টিক উপাদান যা রক্ত পড়া বন্ধ করে।

এটা ব্যবহারের ফলে জীবাণু সংক্রমণ হয় না। 

প্রয়োজনীয় উপকরণ 
  • ফিটকিরি 
যেভাবে ব্যবহার করবেন 
  • ফিটকিরি টুকরা চূর্ণ করে কাটা জায়গায় অ্যাপ্লাই করুন। 
  • খুব শীঘ্রই কাটা জায়গার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। 

সতর্কতা 

  • কোনো ভাবেই চোখের এরিয়াতে দেয়া যাবে না।
    চোখ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে ত্বকে অ্যাপ্লাই কর‍তে হবে। 
  • প্রতিদিন ব্যবহার করা যাবে না একদমই।
    প্রতিদিন ব্যবহার করার ফলে ত্বক কালো হওয়ার সম্ভাবনা থাকে। 
  • ড্রাই স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না। এতে ত্বক আরো বেশি ড্রাই হয়ে যাবে।
    ফলে চুল পড়া ও খুশকির সমস্যা দেখা দিতে পারে।