জীবনের ব্যস্ততায় নিজেকে সুন্দর ভাবে দেখতে আমরা প্রায়ই ভুলেই যাই। বাঙালি মেয়েদের সাজ যে আর পাঁচজনের থেকে আলাদা তা বলার অপেক্ষা রাখে না।
তাদের যে এক নিজস্ব ধরন আছে যা শুধু তারাই জানে। কিন্তু বিশ্বায়নের এই সময়ে বাঙালি মেয়েদের সেই বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে দিনে দিনে।
আজ তেমনই কয়েকটা সাজার টিপস রইলো যাতে আধুনিকা হয়ে ওঠার সাথে সাথে বাঙালিয়ানাও বজায় থাকে।
টিপের টিপ্পনী
‘টিপ’ শুনলেই মনে হয় বড্ড সেকেলে সেকেলে। কিন্তু এই ‘টিপ’ এককালে ছিলো বাঙালী নারীর শোভার অন্যতম উপকরণ।
‘টিপ’ কি শুধু শাড়ির সাথে শোভা পায়? না। যেকোনো পোশাকে ‘টিপ’ পরা যেতেই পারে। খেয়াল রাখতে হবে কি ধরনের সাজতে চাইছি সে বিষয়ে।
শাড়ি পরলে ‘টিপ’ শাড়ির রঙের সাথে মিলিয়ে আমরা সাধারনত পরে থাকি। কুর্তি বা টি-শার্টের ক্ষেত্রে লাল বা কালো পোশাকের রঙের সাথে সামঞ্জস্য বজায় রেখে পরতেই পারেন।
কাজলের কেরামতি
সাজ মানেই একগাদা রংচঙ মেখে সঙ সাজা নয়। সাজগোজ বিষয়টাই পুরো মুডের ওপর নির্ভর করে।
বাইরে যাবেন কিন্তু মুড নেই সাজার, ভাববেন না। হালকা করে চোখে কাজল লাগিয়ে নিন।
যেকোনো পোশাক পড়ুন। শুধু চোখে কাজল লাগান হালকা বা গাঢ়। ইচ্ছে মত আইলাইনার দিতে পারেন।
লিপস্টিকের লালিত্য
ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর বঙ্গললনা। ঠিকই ধরেছেন! লিপস্টিক।
লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙানো মানেই সাজ নয়। কীভাবে কী ধরনের পোশাকের সাথে লিপস্টিক পরবেন সেটাই আসল কথা।
শুধু মাত্র শাড়ি বা সালোয়ার পরলেই লিপস্টিক লাগাবেন একদমই না।
টি- শার্টের সাথে লিপস্টিক ট্রাই করুন, দেখবেন অনেক বেশি সুন্দর ও স্মার্ট দেখাচ্ছে।
অলংকারের আভরণ
অলংকার হলো মেয়েদের শোভা। কানের দুল ছাড়া মেয়েদের সাজ সম্পূর্ণতা পায় না। শাড়ি পরলেই আমরা ঝুমকো বা ঝোলা দুল পরে থাকি।
টপ বা টি-শার্টের সাথে ঝুমকো ট্রাই করে দেখতে পারেন। বেশ অন্যরকম দেখাবেন।
টি – শার্টের সাথে ঝুমকো পরলে গাঢ় করে কাজল লাগাবেন। বেশি সুন্দরী দেখাবে।
চুলের চমৎকার
সাজের ক্ষেত্রে সব সময় চুল নিয়ে সমস্যায় পরতে হয় । যাদের ছোট চুল তারা ঠিক সামলে নেন কিন্তু সমস্যা দেখা দেয় বড় চুলের ক্ষেত্রে।
বিনুনি বা খোঁপা করা ছাড়া অন্য উপায়ও আছে। চুল খুলে রাখতে পারেন। খোলা চুল যেকোনো পোশাকের সাথে যাবে।
তাছাড়া দুপাশ থেকে চুল নিয়ে ক্লিপ দিয়ে হালকা করে বেঁধে দিয়ে দেখতে পারেন।
সাজগোজ সম্পূর্ণ নিজস্ব ব্যপার। এক্ষেত্রে নিজস্ব কিছু ছোঁয়া থাকতেই পারে।
ব্যস্ত সময়ের ভিড়ে শুধু একটু বলতে চাই। মেয়েদের আভ্যন্তরীণ সৌন্দর্যই আসল। যা কিনা মেকাপের মোড়কে ধরা যায় না।
বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্যকে বিকশিত করে থাকে মাত্র।