Search
Close this search box.

৫ মিনিটের সহজ মেকআপ পদ্ধতি

অফিস হোক কিংবা ভার্সিটি, বা এমনি বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হওয়া— যেখানেই আপনি যান না কেনো, নিজেকে পরিপাটি করে যাওয়াই তো উচিত।

যত গরম বা ঠান্ডাই থাকুক না কেনো, আর যত ঝেঁপেই বৃষ্টি পড়ুক না কেনো, রেডি তো আপনাকে থাকতেই হবে।

এদিকে জমিয়ে মেকআপ করবেন কী, হাতে তো টাইমই নেই। সারাক্ষণ এটা সেটা করে বেড়াতে হচ্ছে।

এই রান্না করছেন, তো এই জামাকাপড় ভাঁজ করে রাখছেন।

ভার্সিটি কিংবা অফিসের প্রোজেক্ট সামলে বেরোনোর আগে মেকআপ— হয়েই ওঠে না!

তাই আপনার ওই চরম ব্যস্ততার সময় থেকে মাত্র ৫ মিনিট বের করে নিন।

আর ৪ ধাপে রেডি হন ঝটপট মুশকিল আসান মেকআপের জন্য।

প্রথম ধাপ: ফাউন্ডেশন আর কনসিলার

ফেইসের বেস মেকআপ কিন্তু যেকোনো মেকআপের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।

বেস মেকআপ ঠিক না হলে কিন্তু আপনার পুরো মেকআপটাই ভজঘট হয়ে যেতে পারে।

আর বেস মেকআপ মানেই বুঝতে পারছেন ফাউন্ডেশনের কেরামতি।

আপনার স্কিন টোনের সাথে ফাউন্ডেশন ম্যাচ করুন, আর ঝটপট লাগিয়ে ফেলুন।

এরপর পালা কনসিলারের। মুখে দাগ, ব্রণ কিংবা ডার্ক সার্কেল— যেখানে যা দাগ আছে, কনসিলার দিয়ে চাপা দিয়ে দিন।

ব্যাস। আপনার মুখের মেকআপ রেডি!

দ্বিতীয় ধাপ: ব্লাশ 

বিয়ে বাড়ি তো আর যাচ্ছেন না। তাই গুচ্ছ রঙ-চঙে করে গালে ব্লাশ লাগানোর দরকারই নেই।

জাস্ট মিনিমাম বেসিক জিনিসটা করুন। হালকা রঙের কোনো ব্লাশের কালার পছন্দ করুন।

দেখবেন, যেখানে যাচ্ছেন, সেখানকার সাথে যেন মানানসই হয়।

ভার্সিটি কিংবা অফিসে যদি যান, তাহলে সেরকমভাবে ব্লাশ লাগানোর দরকারই নেই।

আর আপনি যদি না চান, তাহলে ব্লাশ না ব্যবহারও করতে পারেন।

তৃতীয় ধাপ: চোখের যাদু

মুখের বেস মেকআপের পর চোখের মেকআপ করা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ।

আপনার চোখকে কেমন ভাবে সাজাবেন, সেটাই কিন্তু বলে দিতে পারে আপনার পারসোনালিটি।

চোখের জন্য আপনি নিশ্চয়ই লিকুইড আইলাইনার ব্যবহার করেন।

কিন্তু তাড়াতাড়ি মেকআপে লিকুইড লাইনার ব্যবহার করলে আপনার চোখের পুরো বারোটা বেজে যাবে।

তাই পেন্সিল লাইনার ব্যবহার করুন।

আর আপনি যদি লাইনারের বদলে কাজলেই কাজলনয়না হয়ে উঠতে চান, তাহলে নিশ্চিন্তে পেন্সিল কাজল ব্যবহার করুন।

চতুর্থ ধাপ: ঠোঁটকে সাজান

বুঝতেই পারছেন, যত তাড়াই থাকুক না কেন, ঠোঁটকে তো বাদ দিলে কোনোভাবেই চলবে না।

আপনার পারফেক্ট পাউটের জন্য আপনার ঠোঁটকেও তো পারফেক্ট রঙে রাঙিয়ে তুলতেই হবে।

এদিকে ঠোঁটকে ময়েশ্চারাইজডও রাখা চাই। ভালো ব্র্যান্ডের কালারড লিপবাম লাগিয়ে নিতে পারেন।

বা পছন্দসই যেকোনো শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন।

ইচ্ছে হলে আর হাতে যদি সময় থাকে, তাহলে লিপ লাইনারও ব্যবহার করতে পারেন।

ব্যাস! এবার আর আপনার চাপ নেবার তো কোনো দরকার নেই।

৫ মিনিটের যাদু মেকআপ টিপস পেয়েই গেছেন। নিশ্চিন্তে ঘরের কাজ করুন।

ধীরে সুস্থে রেডি হোন। আর তারপর মেকআপের জন্য মাত্র পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট!

মেকআপও ডান, আর আপনিও বিন্দাস!