পার্টির মরশুমে মেকআপ করতেই হয়। কিন্তু হাত সময় কম থাকায় ভালো করে মেকআপ করতে পারছেন না? জেনে নিন ৫ মিনিটে মেকআপ করার নিয়ম। এতে সময়ও কম লাগে আর আপনাকে দেখতেও সুন্দর লাগে।
মেকআপ যেভাবে শুরু করবেন
মেকআপ শুরুর প্রথমেই মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখে লাগাতে হবে টোনার। ময়শ্চারাইজার না মেখে কখনও মেকআপ ব্যবহার করবেন না। ময়শ্চারাইজার লাগিয়ে মেকআপের প্রথম ধাপ শুরু করুন। পার্টির মেকআপ দীর্ঘস্থায়ী করতে হবে।
প্রাইমার
তাই প্রথমেই প্রাইমার লাগিয়ে নিন। আপনার মুখ একটি সুন্দর টেক্সচার পাবে। এবার মেকআপের পরবর্তী ধাপ শুরু করতে হবে। ফেস প্রাইমার লাগালে মেকআপ অনেকক্ষণ থাকে। আই মেকআপ শুরু করার আগে আপনি আই প্রাইমারও লাগাতে পারেন।
বিবি ক্রিম
প্রাইমার লাগানোর পরেই আপনাকে বিবি ক্রিম লাগাতে হবে। ফাউন্ডেশন স্কিপ করুন। বিবি ক্রিম বা সিসি ক্রিম লাগিয়ে নিন। এই ধরনের ক্রিম আপনার মুখকে সুন্দর টেক্সচার দেয়। ফাউন্ডেশনের মতো কভারেজ না দিলেও পার্টির মেকআপে বেশ কাজে আসতে পারে।
ময়েশ্চারাইজার
এমনকী ময়শ্চারাইজও করে আপনার মুখকে। তাই প্রাইমার লাগানোর পরে অবশ্য়ই বিবি বা সিসি ক্রিম লাগান। ব্রাশ, ব্লেন্ডার বা আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিন।
ফাউন্ডেশন
ফাউন্ডেশন ব্যবহার না করলেও এই জিনিসটি আপনাকে মুখে লাগাতেই হবে। নাহলেই কিন্তু মুখের নানা দাগছোপ প্রকাশ্যে আসতে পারে। ঠিকই ধরেছেন, আপনাকে এবার লাগাতে হবে কনসিলার। অনেকেরই ত্বকে নানা কারণে কালো দাগছোপ থাকে। চোখের চারপাশে ডার্ক সার্কেল প্রায় সবারই আছে।
আই মেকআপ
পার্টি মেকআপে বেশ গুরুত্বপূর্ণ আই মেকআপ। তবে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে। কিন্তু আপনার কাছে তো খুব বেশি সময় নেই। আই মেকআপের জন্য খুব বেশি সময় দিতে পারবেন না। তাই আইলাইনার ও কাজল ব্যবহার করুন।
চোখের উপরের পাতায় আইলাইনার লাগান। চোখের নিচের পাতায় কাজল ব্যবহার করুন অবশ্য়ই। মাস্কারা লাগাতে হবে। সামান্য গ্লিটার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিতে পারেন। আই মেকআপ সম্পূর্ণ।
সবশেষে লিপস্টিক
লিপস্টিক না লাগালে তো মেকআপ সম্পূর্ণ হবেই না। এবার পার্টিতে আপনি কী ধরনের লিপস্টিক পরে যাবেন? রেড ড্রেসের সঙ্গে আপনি মানানসই রেড লিপস্টিক পরতে পারেন। কালো ড্রেসের সঙ্গে রেড লিপস ভালো মানায়। কিন্তু আপনি ন্যুড শেডসও ব্যবহার করতে পারেন ঠোঁটে। তাও দেখতে খারাপ লাগে না। লিপস্টিক লাগানোর পরে লিপগ্লস লাগাতে ভুলে যাবেন না। ঠোঁটেও গ্লিটার লাগাতে পারেন।
শেষে মেকআপ সেটিং স্প্রে লাগিয়ে নিন। লুজ পাউডার দিয়ে আপনার মেকআপ সেট করে নিন।